সিপিআইএম কর্মীকে আক্রমণ করেও বাঘাযতীনের ত্রাস পুলিসকর্মী তারক দাস এখনও অধরা
দৌরাত্ম্য কমেনি তারক দাসের। বাঘাযতীন এলাকার এই তৃণমূল নেতা রবিবার সকালে এক সিপিআইএম কর্মীকে আক্রমণ করেন বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা পেশায় পুলিসকর্মী তারক দাস। কয়েক বছর ধরেই খবরে পেশায় পুলিস কর্মী তথা তৃণমূল নেতা তারক দাস। বাঘাযতীনের বীরনগরের বাসিন্দা তারক দাস রাজ্যে সরকার বদলের আগে থেকেই কার্যত এলাকার ত্রাস। বারবার সিপিআইএম কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তারকের বিরুদ্ধে। এমনকী সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও আছে। আবারও এই একই অভিযোগ উঠল তারকের বিরুদ্ধে। রবিবার তার হাতে মার খেয়েই সিপিআইএম কর্মী পিন্টু দাস হাসপাতালে ভর্তি বলে অভিযোগ। ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পিন্টুবাবু।
দৌরাত্ম্য কমেনি তারক দাসের। বাঘাযতীন এলাকার এই তৃণমূল নেতা রবিবার সকালে এক সিপিআইএম কর্মীকে আক্রমণ করেন বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা পেশায় পুলিসকর্মী তারক দাস। কয়েক বছর ধরেই খবরে পেশায় পুলিস কর্মী তথা তৃণমূল নেতা তারক দাস। বাঘাযতীনের বীরনগরের বাসিন্দা তারক দাস রাজ্যে সরকার বদলের আগে থেকেই কার্যত এলাকার ত্রাস। বারবার সিপিআইএম কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তারকের বিরুদ্ধে। এমনকী সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও আছে। আবারও এই একই অভিযোগ উঠল তারকের বিরুদ্ধে। রবিবার তার হাতে মার খেয়েই সিপিআইএম কর্মী পিন্টু দাস হাসপাতালে ভর্তি বলে অভিযোগ। ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পিন্টুবাবু।
গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে পিন্টু দাসের পরিবার। এর আগেও বেশ কয়েকবার তাঁর বাড়িতে তারক দাসের লোকেরা হামলা চালায় বলেও অভিযোগ।
তারক দাসের বিরুদ্ধে পাটুলি থানায় অস্ত্র সহ হামলার অভিযোগ দায়ের করেছে পিন্টু দাসের পরিবার। পুলিস তদন্ত শুরু করেছে।
ঘটনার প্রতিবাদে সোমবার যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে গড়িয়া মোড় পর্যন্ত মিছিল করে বামফ্রন্ট।