ফের বাড়ছে তাপমাত্রা
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেইসঙ্গেই পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেইসঙ্গেই পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সন্ধেয় ঝড়বৃষ্টির কারনে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের উপস্থিতির ফলে বেড়েছে অস্বস্তিসূচক। আগামিকাল থেকে ফের বাড়বে তাপমাত্রা।