দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত এমজি রোড
সোমবার দুপুর ৩টে নাগাদ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এমজি রোড সংলগ্ন পূরবী সিনেমা এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই পুলিস উচ্ছেদের কাজে নামে। প্রতিবাদে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ব্যবসায়ীদের । এমজি রোড এবং সূর্যসেন স্ট্রিট অবরোধও হয়। প্রায় ২ ঘণ্টা অবরোধ চলে।
সোমবার দুপুর ৩টে নাগাদ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এমজি রোড সংলগ্ন পূরবী সিনেমা এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কোনওরকম নোটিশ ছাড়াই পুলিস উচ্ছেদের কাজে নামে। প্রতিবাদে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ব্যবসায়ীদের । এমজি রোড এবং সূর্যসেন স্ট্রিট অবরোধও হয়। প্রায় ২ ঘণ্টা অবরোধ চলে।
আগেই এই এলাকার শাহী এনক্লেভের হাতবদল হয়ে গেছিল। সোমবার দোকানগুলি উচ্ছেদ করতে আসে পুলিস। ব্যবসায়ীদের অভিযোগ কোনওরকম নোটিস ছাড়াই পুলিস দোকান উচ্ছেদ করতে আসে। প্রতিবাদে এমজি রোড অবরোধ করেন ব্যবসায়ীরা। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে ফাঁসে আটকে পড়েন অফিস ফেরত যাত্রীরা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে যানজট ছড়িয়ে পড়ে সংলগ্ন সূর্যসেন স্ট্রিট, কলেজ স্ট্রিট, এপিসি রোডে। কার্যত অচল হয়ে পড়ে শিয়ালদা এলাকা।