RG Kar Doctor Case Verdict: 'সিপি প্রভাবিত হয়েছেন, তদন্ত শেষ হয়নি!' বিস্ফোরক মন্তব্য নির্যাতিতার মায়ের...

RG Kar Doctor Case Verdict: ৩৬ ঘণ্টার বেশি নিজের ডিউটি করছিলেন। পাশাপাশি তিনি কিন্তু মানুষের সাহায্যে এতক্ষণ নিজের দায়িত্ব পালন করছিলেন। 

Updated By: Jan 20, 2025, 02:18 PM IST
RG Kar Doctor Case Verdict: 'সিপি প্রভাবিত হয়েছেন, তদন্ত শেষ হয়নি!' বিস্ফোরক মন্তব্য নির্যাতিতার মায়ের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার পাঁচ মাসের বেশি বা ১৬২ দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাবস্ত্য করেছিল। তারপর  সোমবার ১২টা বেজে ৩৬ মিনিটে কোর্ট রুমে ঢোকেন বিচারক অনির্বাণ দাস। এবং তারপর ১২টা ৪০মিনিটে কোর্ট রুমে ঢুকল সঞ্জয়। শুরু হয় সাজার শুনানি পর্ব। টানটান আর্গুমেন্ট হয়। অবশেষে স্থগিত সাজার শুনানি। ফের ২টো বেজে ৪৫ মিনিটে শুরু হবে শুনানি।  

আরও পড়ুন: 'ওর ফাঁসি হলে আমি একা-একা কাঁদব! ব্যাপারটিকে নিয়তি বলেই মেনে নেব!' মর্মস্পর্শী সঞ্জয়ের বৃদ্ধা মা...

উল্লেখ্য, যদি ঘটনার দিন ফিরে যাওয়া যায়। সেদিন নির্যাতিতা প্রায় ৩৬ ঘণ্টার বেশি নিজের ডিউটি করছিলেন। পাশাপাশি তিনি কিন্তু মানুষের সাহায্যে এতক্ষণ নিজের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সেই দায়িত্ব করতে করতেই ঘটে গেল বড়সড় বিপত্তি। শেষ হয়েগেল একটি জলজ্যান্ত প্রাণ। এমন নজিরবিহীন ঘটনার পাঁচ মাস পর সোমবার ২০ জানুয়ারি অর্থাৎ আজ শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা করা হবে। 

কিন্তু এইসব কিছুর মাঝে এদিন সকাল বেলায় নির্যাতিতার মা ফের বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি কোর্টে যাওয়ার আগে বলেন, 'এমন অপরাধী সমাজে থাকলে, আরও অপরাধ বাড়বে। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্ত সম্পূর্ণ হয়নি। কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। সঞ্জয়ের আমরা ফাঁসি চাই। কিন্তু এখানেই শেষ না। সবার ফাঁসির দাবি করছি আমরা।' 

আরও পড়ুন: 'ফাঁসির সাজা হলে আমার হাত কাঁপবে না!' সঞ্জয়ের সাজা ঘোষণার আগে জানালেন মহাদেব মল্লিক...

তিনি আরও বলেন, 'তথ্য প্রমাণ হাসপাতাল থেকেই লোপাট হয়েছে। সেখানে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু বহু অন্যান্য লোকেরা সেখানেই উপস্থিত ছিল। ধামাচাপা পড়তে দেব না। কোর্টের লড়াই থামবে না। সিপি (তৎকালীন সিপি বিনীত গোয়েল) কোনভাবে প্রভাবিত হয়েছেন, তাই তদন্তে প্রভাব পড়েছে।'     

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)   

.