গতবছরের থেকেও খারাপ করোনা পরিস্থিতি, শহরের হাসপাতালে একটাও বেড ফাঁকা নেই

একুশের বাংলায় চড়ছে ভোটের পারদ। প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মিটিং, মিছিলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চৈত্র সেলের বাজার। সামনেই পয়লা বৈশাখ কিনা। অন্যদিকে রাজ্যের ভয়াবহ পরিস্থিতি দেখে কার্যত থরহরিকম্প বিশেষজ্ঞরা। 

Updated By: Apr 12, 2021, 04:44 PM IST
গতবছরের থেকেও খারাপ করোনা পরিস্থিতি, শহরের হাসপাতালে একটাও বেড ফাঁকা নেই
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বাংলায় এক দিনেই রেকর্ড সংক্রমণ। কিন্তু কোথায় বেড? হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিসংখ্যান বলছে শেষ মুহূর্তে হাতে গোনা কয়েকটা ফাঁকা বেড পড়ে হাসপাতালে। পরিকাঠামো নেই, তাবড় হাসপাতালগুলোর পক্ষেও একা হাতে সম্ভব নয় পরিস্থিতি। রাজ্যের ছবিটা বলছে সামাল দেওয়ার বেড নেই হাসপাতালে।

একুশের বাংলায় চড়ছে ভোটের পারদ। প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মিটিং, মিছিলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে চৈত্র সেলের বাজার। সামনেই পয়লা বৈশাখ কিনা। অন্যদিকে রাজ্যের ভয়াবহ পরিস্থিতি দেখে কার্যত থরহরিকম্প বিশেষজ্ঞরা। 

দেখে নিন কোথায় কী পরিস্থিতি, এখনও সতর্ক না হলে বিপদ অবধারিত

আরও পড়ুন: বাংলায় Corona পরিস্থিতি ভয়াবহ! ২৪ ঘণ্টার মধ্যে নিতে হবে 'জরুরি ব্যবস্থা'

আশঙ্কা ছিলই। ছিল সতর্কবার্তাও। তবে বেপরোয়া মনোভাবই বোধহয় কাল হতে চলেছে। ভোটবঙ্গে অনেকদিন ধরেই চোখ রাঙাচ্ছিল করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। কিন্তু এবার যেন তার সব সীমা ছাড়াতে শুরু করেছে। রাজ্যে প্রায় প্রতিদিন নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা। 

রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৪ হাজার ৩৯৮ জন। সংক্রমণের হারে রাজ্যে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১ হাজার ১০৯। করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৪৭। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত ২৮৮ । গত ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত ২৯৩। হুগলিতে নতুন করে আক্রান্ত ২১০। শুধু সংক্রমণ নয়, লম্বা হচ্ছে করোনার মৃত্যু মিছিলও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১০।

তবে দায় কার?  রাজ্য সরকারের? কেন্দ্র সরকারের? নাকি আপনার আমার? এবার বোধহয় সত্যিই ভাবার সময় এসেছে। রাজ্যজুড়ে রেড অ্যালার্ড। পরিস্থিতি ভয়াবহ। পালিয়ে বাঁচার জায়গা কিন্তু নেই, হাসপাতালে বেড তো নেই-ই। 

.