লকডাউন তুলতে এখনই রাজি নয় রাজ্য, চলবে না লোকাল ট্রেনও! ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিব

লকডাউনের মেয়াদ বৃদ্ধি, আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব।

Reported By: সুতপা সেন | Updated By: May 28, 2020, 12:45 PM IST
লকডাউন তুলতে এখনই রাজি নয় রাজ্য, চলবে না লোকাল ট্রেনও! ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিব

নিজস্ব প্রতিবেদন:  এখনও লকডাউন তোলার পক্ষে নয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্য সরকার মনে করছে, এখনই লকডাউন তুললে বাড়তে পারে সংক্রমণ। পাশাপাশি, রাজ্য যে এখনই লোকাল ট্রেন চালাতে রাজি নয়, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে।
লকডাউনের মেয়াদ বৃদ্ধি, আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব।
লকডাউন প্রসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়
এখনই লকডাউন তুলতে চায় না রাজ্য
তবে আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে
এখনই লোকাল ট্রেন চালাতে চালানোর পক্ষে নয় রাজ্য
রাজ্যের যুক্তি, লোকাল ট্রেন চললে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে, সামাজিক দূরত্ব বজায় থাকবে না
ট্রেন চললেই সংক্রমণ আরও বাড়বে

পাশাপাশি আমফানে রাজ্যের ক্ষতির খতিয়ানও তুলে ধরেন মুখ্যসচিব
আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ কোটি মানুষ
রাজ্যে মৃত্যু হয়েছে ৮৭ জনের
ক্ষতিগ্রস্ত ৮.১৩ লক্ষ  লোককে সরানো হয়েছে অন্যত্র
এক নজরে দেখে নিন সরকারি হিসাবে রাজ্যে ক্ষতির খতিয়ান
আমফানে বিদ্যুতের পোল ভেঙে সাড়ে চার লক্ষ
৩০০টি ব্রিজের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে
কৃষি জমি সাড়ে দশ লক্ষ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে
 এক লক্ষ পানের বরজ নষ্ট হয়েছে

আমফানের এক সপ্তাহ কাটার আগেই প্রাকবর্ষার ঝড়বৃষ্টিতে নাজেহাল বাংলা, আহত বহু
 চার হাজার সাতশো দশ কিমি গ্রামীণ রাস্তা ভেঙেছে
২১টি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে
 ১৬০ কিমি নদী বাঁধ ভেঙেছে
 ১ লক্ষ ১০ হাজার স্কুল ক্ষতিগ্রস্ত
 ৫৮ হাজার হেক্টর মাছ চাষের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে

তবে লকডাউনে আর কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

.