সরকার ফেলে দেওয়ার চক্রান্ত বিজেপি-সিপিএম এর, জাগোবাংলায় দাবি তৃণমূলের

কিছুদিন আগেই শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আরও দাবি করা হয়েছে যে সিপিএম কে তাঁরা জানিয়েছেন যে এই রাজ্যের সরকার তাঁরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফেলে দেবেন এবং তাদেরকে সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ সৌজন্য সাক্ষাতের আড়ালে সিপিএম এবং বিজেপি-র এই বৈঠক তাঁর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

Updated By: Oct 25, 2022, 10:08 AM IST
সরকার ফেলে দেওয়ার চক্রান্ত বিজেপি-সিপিএম এর, জাগোবাংলায় দাবি তৃণমূলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি এবং সিপিএম। তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় অভিযোগ করা হয়েছে শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা রাজু বিস্তা।কালিপুজর পরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

গত কিছুদিন ধরেই তৃণমূল সরব হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাদের দাবি বাংলা এবং বিহারের কিছু অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার গোপন চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি এই চক্রান্তে সম্পূর্ণভাবে সামিল বিজেপি। তৃনমূলের দাবি এই দুই রাজ্যের শাসকদলকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পেরে এই চক্রান্ত করছে তারা। সোমবার তারা নতুন করে অভিযোগ করেছেন যে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেখানে আরও দাবি করা হয়েছে এই চক্রান্তে বিজেপি-র পাশাপাশি শামিল রয়েছে সিপিএম।

কিছুদিন আগেই শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আরও দাবি করা হয়েছে যে সিপিএম কে তাঁরা জানিয়েছেন যে এই রাজ্যের সরকার তাঁরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফেলে দেবেন এবং তাদেরকে সঙ্গে থাকার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ সৌজন্য সাক্ষাতের আড়ালে সিপিএম এবং বিজেপি-র এই বৈঠক তাঁর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন: Abhishek Banerjee: চোখে কালো চশমা, মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় অঞ্জলি দিলেন অভিষেক 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘বলার কিছুই নেই। মাথা খারাপ হয়ে গেলে উল্টোপাল্টা বকে। বিজেপি-র সঙ্গে চক্রান্ত করে তৃণমূল চিরকাল চলেছে এবং চক্রান্ত করেই তৃণমূল নেতারা এখনও জেল জীবন থেকে টিকে রয়েছেন। যা ওরা নিজেরা করে, আয়নার সামনে দাঁড়ায়, ভুতের মতো নিজের চেহারা দেখে আর সিপিএম এর ঘারে ফেলে দেয়। এসব কথার কোনও উত্তর দেওয়ার মানে হয়না। সবাই বুঝতে পারছ, তৃনমূলের হাল এখন এমনই দাঁড়িয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চেহারা দেখে নিজেরা ভয় পাক। সেটাই দরকার এখন।‘

তিনি আরও বলেন, ‘কোথায় কে কী বৈঠক করেছেন তা খোঁজ নিয়ে বেড়ানো ছাড়া কোনও কাজ নেই আমাদের? মানুষের সঙ্গে দেখা হওয়াটাই সাধারণ সমীচীন। হলেই বা অসুবিধা কথায় এবং না হলেই বা অসুবিধা কোথায়। যেকোনও ঘটনাকে চক্রান্ত হিসেবে দেখা তৃণমূল নেত্রীর অভ্যাস। সেই নিয়ে বাজার গরম করা তাদের প্রচারপত্রের কাজ।‘        

বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বাইরে থেকে কারোর চক্রান্ত ক্রয়ার প্রয়োজন নেই। সরকার এবং তৃনমূলের মধ্যে এত চক্রান্ত চলছে তাই সামলে উঠতে পারছেনা। সরকার পড়লে তাদের জন্যই পড়বে। মানুষের আদেশ মেনে নিয়ে আমরা বিরোধী পক্ষে আছি। এবং সরকারের অপকর্মের বিরধিতা আমরা করবই।‘

তিনি আরও বলেন, ‘আমি জানিনা অশোক ভট্টাচার্যের তাঁর পার্টি থেকে কী অধিকার আছে। তাছারা তাঁর সঙ্গে দেখা করলে বিজয়া করলে যদি সরকার পরে যায় তাহলে সেই সরকার চালানোর দরকার কী?’

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.