আজ দুপুর সাড়ে বারোটায় অস্ত্রোপচার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আজ দুপুর সাড়ে বারোটায় অস্ত্রোপচার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অরবিট ফ্লোর রিপেয়ারিং অপারেশন করা হবে। অপারেশনের জন্য তৈরি করা হয়েছে বারো জনের একটি বিশেষদল। দলের নেতৃত্বে থাকছেন চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: আজ দুপুর সাড়ে বারোটায় অস্ত্রোপচার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অরবিট ফ্লোর রিপেয়ারিং অপারেশন করা হবে। অপারেশনের জন্য তৈরি করা হয়েছে বারো জনের একটি বিশেষদল। দলের নেতৃত্বে থাকছেন চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায়।
আরও পড়ুন- আগের থেকে কিছুটা সুস্থ অভিষেক, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
অস্ত্রোপচারে থাকবেন দুজন অ্যানাস্থেটিস্ট, দুজন হৃদরোগ বিশেষজ্ঞ। অনির্বাণ ভাদুড়ির নেতৃত্বে থাকবেন পাঁচ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ। থাকবেন দুজন ম্যাক্সিলো ফেসিয়াল সার্জেন অমিত রায় ও কমলেশ্ব কোঠারি। অপারেশনের সময় থাকবেন দুই হৃদরোগ বিশেষজ্ঞ মনোতোষ পাঁজা ও এসবি রায়। থাকছেন তাপস চক্রবর্তী সহ দুই অ্যানাসথেসিস্ট। এছাড়াও থাকবেন দুই চক্ষু বিশেষজ্ঞ অভিজিত্ চট্টোপাধ্যায় ও জয়াংশু সেনগুপ্ত। গতকাল সন্ধে সাড়ে সাতটায় বসে মেডিক্যাল বোর্ড। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।