Abhishek Banerjee: 'ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে', জেলার নেতাদের বার্তা অভিষেকের
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল শাসকদল। মন্ত্রিত্বের পাশাপাশি, দলের মহাসচিবের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনুব্রত ক্ষেত্রেও কি তেমনই কোনও পদক্ষেপ? ইতিমধ্যে তৃণমূলের অন্দরে এই সেই জল্পনা বেড়েছে। সূত্রের খবর, ওই জেলার দায়িত্ব বণ্টন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল শীর্ষ নেতাত্ব।
প্রবীর চক্রবর্তী: প্রথমে পার্থ চট্টোপাধ্যায়। এরপর অনুব্রত মণ্ডল। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার দলের দুই শীর্ষ নেতা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে অভিষেক বলেছেন, ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে। যাঁরা ভালো দল করবে, দল তাঁদের বেশই করে কাজে লাগাবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে ভুল ভাঙাতে হবে। বিরোধীদের তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি বলেছেন, বিরোধীরা অপপ্রচার করছে। পাল্টা প্রচারে নামতে হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার কয়েকদিনের মধ্যেই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল শাসকদল। মন্ত্রিত্বের পাশাপাশি, দলের মহাসচিবের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনুব্রত ক্ষেত্রেও কি তেমনই কোনও পদক্ষেপ? ইতিমধ্যে তৃণমূলের অন্দরে এই সেই জল্পনা বেড়েছে। সূত্রের খবর, ওই জেলার দায়িত্ব বণ্টন নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল শীর্ষ নেতাত্ব। নয়া জেলা সভাপতি নিয়োগ হবে, নাকি পঞ্চায়েতের আগে পুরো সংগঠনকেই ঢেলে সাজাবেন অভিষেক, তা এখনও স্পষ্ট নয়। দোর্দণ্ডপ্রতাপ অনুব্রতকে, তাঁরই বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে সিবিআই। যে ছবি বীরভূমের মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেননি, শুক্রবার সেটাই ঘটেছে। ফলে এর প্রভাব যে সামনের পঞ্চায়েত ভোটে পড়বে, তা আগে থেকেই আঁচ করতে পারছে তৃণমূল।
সূত্রের খবর, তাই দ্রুততার সঙ্গে অনুব্রতর অনুপস্থিতির খামতি মিটিয়ে দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেজন্য জেলা সভাপতি পরিবর্তন নিয়ে ইতিমধ্যে জোর গুঞ্জন চলছে। কানাঘুষো শোনা যাচ্ছে দুটো নাম। প্রথমজন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত অভিজিৎ সিংহ এবং দ্বিতীয়জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী আশিস বন্দ্যোপাধ্যায়। তবে অভিজিতের সভাপতি হওয়ার পথে মূল বাধা হতে পারে, সিবিআই-এর খাতায় তাঁরও নাম রয়েছে। তাঁকেও ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে কোনও নতুন মুখকে যে তুলে আনা হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই সকলের নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকে।