সামনে ভোট, ছুটির দিনকে কাজে লাগিয়ে পথে শাসক- বিরোধী সকলেই
পাখির চোখ বিধানসভা ভোট। আর তাই এখন পথে শাসক থেকে বিরোধী সকলেই । আজ ফের মেয়ো রেডে গান্ধিমূর্তির পাদদেশে ফের সভা মুখ্যমন্ত্রীর। সংহতি দিবসের সভা থেকেই ফের সংখ্যালঘু ভোট টানতে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে সহিষ্ণুতা-অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: পাখির চোখ বিধানসভা ভোট। আর তাই এখন পথে শাসক থেকে বিরোধী সকলেই । আজ ফের মেয়ো রেডে গান্ধিমূর্তির পাদদেশে ফের সভা মুখ্যমন্ত্রীর। সংহতি দিবসের সভা থেকেই ফের সংখ্যালঘু ভোট টানতে বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে সহিষ্ণুতা-অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে আজ পথে বামেরা। চিড়িয়া মোড় থেকে কাশীপুর পর্যন্ত জাঠা। নেতৃত্বে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পরিবর্তনের পর শাসকের দাপটে এই অঞ্চলে ভাল করে কোনও সভাসমাবেশ বা পদযাত্রা করতে পারেনি বামেরা। পুরভোটের আগে বিমান বসুর নেতৃত্বে মিছিলে ইট উড়ে এসেছিল। বিধানসভা ভোটের মুখে তৃণমূলের শক্ত ঘাঁটিতেই এবার জাঠা বামেদের। নারী নির্যাতন, মূল্যবৃদ্ধি, পাকচরের সঙ্গে তৃণমূল যোগ, ক্লাব খয়রাতির মতো বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে পথ হাঁটবেন বাম নেতা কর্মীরা।