TMC Manifesto: ভোট নষ্ট করবেন না, TMC-কে দিন, 'বাম বন্ধু'দের বার্তা Mamata-র

এর আগে একটি সভা থেকে তৃণমূলকে ঠেকাতে বাম সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছিলেন শুভেন্দু অধিকারী।

Updated By: Mar 17, 2021, 07:18 PM IST
TMC Manifesto: ভোট নষ্ট করবেন না, TMC-কে দিন, 'বাম বন্ধু'দের বার্তা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: এবার সরাসরি বাম সমর্থকদের কাছ থেকে ভোটপ্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ইস্তাহার প্রকাশ করে তৃণমূল নেত্রী (TMC Supremo) বলেন,'বিজেপিকে রোখা দরকার। বামপন্থী বন্ধুরা ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।' 

এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মেলবন্ধন করেছি ইস্তাহারে। রামকৃষ্ণের যত মত, তত পথকে আদর্শ করে আমরা চলতে চাই। বাংলায় কখনও ভাগাভাগি হয়নি। জীবনেও হয়নি। সে জন্যে বিজেপিকে রোখা দরকার।' এরপরই বাম সমর্থকদের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তা,'যে বামপন্থী বন্ধুরা 'নো ভোট টু বিজেপি' (No Vote To BJP) বলছেন,তাঁদের অভিনন্দন জানাই। তাঁরা তো ক্ষমতায় আসতে পারবেন না। তাঁদের একটা গুরুত্বপূর্ণ ভোট অন্য দলকে দিয়ে নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।'

এর আগে একটি সভা থেকে তৃণমূলকে (TMC) ঠেকাতে বাম সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লোকসভা ভোটের বিপর্যয়ের পর কোমর বেঁধে নেমে পড়েছে আলিমুদ্দিন। বাম-কংগ্রেস-আইএসএফ জোট বেগ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের অভিমত, সংযুক্ত মোর্চা ভোট টানলে বিজেপি ও তৃণমূল উভয়ের অঙ্কে গোলমাল হতে বাধ্য।   

তাঁর সরকারের সামাজিক প্রকল্পগুলির কথাও এ দিন উল্লেখ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'সারা বিশ্বে একনম্বর হয়েছে অনেক কাজ। রাষ্ট্রসঙ্ঘে স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী, সবুজসাথী প্রকল্প। ১০০ দিনের কাজে আমরা নম্বর ওয়ান। সারা ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে। কৃষকদের আয় তিন গুণ হয়েছে।' 

আরও পড়ুন- WB election 2021: একুশের ভোটে নজরে OBC, ২১ মার্চ ইশতাহার প্রকাশ BJP-র

.