Abhishek Banerjee: ইডি-র 'আশঙ্কা' খারিজ, দুবাই যাওয়ার অনুমতি অভিষেক-রুজিরাকে

ইডির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন ডাকা না হয় কারণ তাঁকে চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হবে। এই মর্মে ইডিকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jun 2, 2022, 04:02 PM IST
Abhishek Banerjee: ইডি-র 'আশঙ্কা' খারিজ, দুবাই যাওয়ার অনুমতি অভিষেক-রুজিরাকে

অর্ণবাংশু নিয়োগী: অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তাঁর স্ত্রী কেও অভিষেকের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। মানবিকতার প্রেক্ষিত থেকেই তাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। 

আদালত আরও জানিয়েছে মামলাকারীকে বিমানের টিকিট এবং দুবাইয়ের কোথায় তারা থাকবেন এই ঠিকানা ইডি-র কাছে দিতে হবে। একই সঙ্গে হাসপাতাল এবং থাকার জায়গার ফোন নম্বরও জানাতে হবে। এর সাহায্যেই যাতে ইডি তাদের উপর নজর রাখতে পারে সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে।

আদালত জানিয়েছে 'Right to life' মানে 'Right to get proper treatment' পাওয়া। তিনি নিজের পছন্দমত চিকিৎসকের কাছে যেতে পারেন। সেটা থেকে তাঁকে আটকানো যায় না।

নোটিস পাঠানোর পর যদি তিনি যেতেন তাহলে আদালত নির্দেশ অমান্য করার বিষয় আসত বলেও জানানো হয়েছে।

দুবাইয়ে গিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দেশ ছাড়তে পারেন তাঁর স্ত্রী, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তিনি কোথায় চিকিৎসা করবেন সেটা তার নিজস্ব বিষয়। এছাড়াও তিনি একজন সংসদ। তাকে ইডি আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নতুন করে কোনও সমন পাঠানো হয়নি। অসহযোগিতার কোনও অভিযোগ নেই এমনটাই সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

আরও পড়ুন: Singer KK Death: কেকে'র মৃত্যুতে 'শিক্ষা', কলেজ ফেস্ট নিয়ে টিএমসিপিকে কড়া বার্তা তৃণমূল নেতৃত্বের

ইডির নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাঁকে যেন ডাকা না হয় কারণ তাঁকে চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে হবে। এই মর্মে ইডিকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যদিও তাঁর অভিযোগ, ইডি তাঁকে জানায় যে বিদেশ যাওয়া চলবে না। ইডির সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টে আর্জি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চে আবেদন করেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.