ফেসবুকে সূর্যের স্মার্ট স্লোগান, 'তৃণমূলকে আউট করুন'

ফেসবুকে লাইভ চ্যাটে সূর্যকান্ত মিশ্র। শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে দুর্নীতি, সাধারণ মানুষের সব প্রশ্নের সরাসরি জবাব দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। মানুষের সঙ্গে এই অভিনব জনসংযোগে রীতিমতো উচ্ছ্বসিত সূর্যকান্ত মিশ্র।

Updated By: Apr 18, 2016, 10:09 PM IST
ফেসবুকে সূর্যের স্মার্ট স্লোগান, 'তৃণমূলকে আউট করুন'

ওয়েব ডেস্ক: ফেসবুকে লাইভ চ্যাটে সূর্যকান্ত মিশ্র। শিক্ষা থেকে স্বাস্থ্য, শিল্প থেকে দুর্নীতি, সাধারণ মানুষের সব প্রশ্নের সরাসরি জবাব দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। মানুষের সঙ্গে এই অভিনব জনসংযোগে রীতিমতো উচ্ছ্বসিত সূর্যকান্ত মিশ্র।

ভোটের উত্তাপে কখনও ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল স্লোগান। কখনও  আবার ছক্কা হাঁকানো কিম্বা আউট করার ডাক।

ভোট যুদ্ধে সোস্যাল নেটওয়ার্কিং এখন জনসংযোগের গুরুত্বপূর্ণ হাতিয়ার। এবার তাই এবিষয়ে বেশি করে নজর  দিয়েছেন বামপন্থীরা।  এখন প্রতিদিনই  ট্যুইটে সদা সক্রিয়  স্মার্ট ফোন হাতে সূর্যদা। এবার ফেসবুকে লাইভ চ্যাট। বাগবাজার, সল্টলেক সহ কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষের প্রশ্নের সরাসরি উত্তর দিলেন তিনি। গলায় আগাগোড়া আত্মবিশ্বাসের সুর।

অভিনব সাড়া। রীতিমতো উচ্ছ্বসিত সিপিএম রাজ্য সম্পাদক। তথ্যমিত্র ব্যবস্থা ফিরিয়ে এনে  আরও প্রান্তিক মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে চান তিনি।

.