গোয়ায় ফুটল ঘাসফুল, প্রকাশিত লোগো-স্লোগান; তিন রাজ্যে BJP তাড়ানোর হুঙ্কার Abhishek-র
গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে এবার নজর দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধু কয়েকটা আসন জিততে নয় বরং রাজ্যের ক্ষমতা দখলই হবে উদ্দেশ্য। সেই লক্ষ্যেই অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পশ্চিম উপকূলের গোয়াতেও পৌঁছে গেল ঘাসফুল। প্রকাশিত হল তৃণমূলের লোগো এবং স্লোগান। উপনির্বাচনের প্রচারমঞ্চে অভিষেক বলেন,'' বাংলা জয়ের পর আপনারা জানেন না কত চিঠি, কত ইমেল আমরা পেয়েছি। সবাই বলছে, তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে তাড়াতে চাই।''
গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোয়া টুইটার হ্যান্ডলে বলা হয়েছে,''রাজ্যের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস। এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন এমন নেতাই বেছে নেব। বিশ্বাসযোগ্যতাই আমাদের নেতা বাছাইয়ের মানদণ্ড।'' এর সঙ্গে ডেরেক ও'ব্রায়েন একটি বিবৃতি দিয়ে বলেছেন,'তৃণমূলে কোনও হাইকম্য়ান্ড সংস্কৃতি নেই। স্থানীয় নেতাই দলকে এগিয়ে নিয়ে যাবেন।''
The All India Trinamool Congress family is committed to working for the welfare of people. We make no compromises when it comes to picking leaders who can work towards the same goal.
Credibility is our only criteria for choosing leaders! pic.twitter.com/sqwfUOfNTc
— AITC Goa (@AITC4Goa) September 25, 2021
এ দিন অভিষেক বলেন, ত্রিপুরা ও অসমে সংগঠন শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে গোয়াতেও হবে। যে সব রাজ্যে বিজেপি রয়েছে, স্বাধীনতা খর্ব হচ্ছে সেখানে বুক চিতিয়ে ঢুকব। বুকে থাকবে মমতা ব্য়ানার্জির ছবি। বুকের পাটা থাকলে আটকে দেখাও। একমাত্র তৃণমূল মাথানত করেনি, বশ্যতা স্বীকার করেনি। তোমাদের ভারতবর্ষ ছাড়া করব।''
আরও পড়ুন- BJP, Congress ও CPM-র বোঝাপড়া রয়েছে: Mamata; একমাত্র TMC মাথানত করেনি: Abhishek
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)