21 July TMC Shahid Diwas: 'মানুষের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি', একুশের সভাস্থল পরিদর্শনে মমতা
'শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন', দলের কর্মীদের বার্তা দিলেন তৃণমূলনেত্রী।
প্রবীর চক্রবর্তী: রাত পোহালেই একুশে জুলাই। ২ বছর পর ফের ধর্মতলায় শহিদ সমাবেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভামঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'কর্মীরাই দলের সম্পদ। সবাইকে বলব, শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন। সমাবেশ শেষ হওয়ার পর সাবধানে বাড়ি ফিরে যাবেন'।
২০২০ আর ২০২১। করোনা সংক্রমণের ধর্মতলায় প্রকাশ্য়ে শহিদ দিবসের সমাবেশ হয়নি তৃণমূলের। পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
আরও পড়ুন: July 21 TMC Shahid Diwas: একুশে জুলাইয়ের সভায় কি থাকছে কোনও চমক, খোলসা করলেন অভিষেক
এদিন সকালে একুশের সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, 'আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব, যাঁরা পারবেন, তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন'। তৃণমূল সুপ্রিমোর আরও বক্তব্য, 'আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণভাবে সভাস্থল আসুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন'।
এরপর বিকেলে একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় সভাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল শীর্ষ নেতারা। মূল মঞ্চের পাশে বসে সকলের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। সভাস্থল ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'জায়গাটা তো আমরা বদলাতে পারি না। ঘটনা এখানে ঘটেছিল বলে আজ ৩০ বছর ধরে এখানে সভা হচ্ছে। আপনাদের যদি কোনও অসুবিধা হয়, সাধারণ মানুষের আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি'।