TMC : লক্ষ্য ২০২৪; রদবদল দলীয় সংবিধানে, সর্বভারতীয় স্তরে শক্তিবৃদ্ধিতে জোর তৃণমূল ওয়ার্কিং কমিটির

বর্তমানে তৃণমূল ওয়ার্কিং কমিটিতে রয়েছেন ২১ সদস্য। বাংলার বাইরে থেকেও কমিটিতে কয়েকজনকে নেওয়া হবে

Updated By: Nov 29, 2021, 08:31 PM IST
TMC : লক্ষ্য ২০২৪; রদবদল দলীয় সংবিধানে, সর্বভারতীয় স্তরে শক্তিবৃদ্ধিতে জোর তৃণমূল ওয়ার্কিং কমিটির

নিজস্ব প্রতিবেদন: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে গোটা দেশকে বিজেপির বিরুদ্ধে পথ দেখিয়েছে বাংলা। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেও দেশকে পথ দেখাবে মমতাদির নেতৃত্ব বাংলা। সোমবার কালীঘাটে তৃণমূল ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন দলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন।

তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে দলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেন, আজকের বৈঠকে বাংলা ছাড়াও ছিলেন বিহার, হরিয়ানা, গোয়া, উত্তর পূর্ব ভারতের নেতারা। বাংলার বাইরে দলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরের ওয়ার্কিং কমিটির মিটিং হবে দিল্লিতে। 

তৃণমূল সাংসদ আরও বলেন, ২০১৫ সালে থেকে তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল। সবর্ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দল যেখানে অন্যান্য রাজ্যেও বিস্তার করছে সেখানে আমাদের রণনীতিও অন্যরকম হবে। তাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সংবিধানে বদল হবে। তৃণমূলের ডিএনএ চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র দলের সংবিধানে বদল হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দলের শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট, যে ভাবে মে মাসে মমতাদির নেতৃত্বে ভারতবর্ষকে পথ দেখিয়েছে বাংলা তেমনি ২০২৪ সালেও দেশকে পথ দেখাবে মমতাদির নেতৃত্বাধীন বাংলা। বিজেপিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্য়াই সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব।

আরও পড়ুন-Winter Session: দুর্বব্যবহারের জের, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড দোলা-শান্তা-সহ ১২ বিরোধী সাংসদ

বর্তমানে তৃণমূল ওয়ার্কিং কমিটিতে রয়েছেন ২১ সদস্য। বাংলার বাইরে থেকেও কমিটিতে কয়েকজনকে নেওয়া হবে। এমনটাই জানালেন ডেরেক। তিনি আরও বলেন, দলের ৬-৭ নেতা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে দলের ব্যাটন। তাঁর নেতৃত্বে মুগ্ধ দলের শীর্ষ নেতারা।  মমতার নেতৃত্বেই লড়াই চলবে। তাঁর নেতৃত্বেই অন্য়ান্য রাজ্যে লড়াই চালিয়ে যাব। 

বৈঠক শেষে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পবন বর্মা বলেন, সর্বভারতীয় স্তরে দলের বিস্তারে যা প্রয়োজন তা করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া হয়েছে। দেশে আজ যে পরিস্থিতি তাতে স্পষ্ট বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন প্রয়োজন। আর সেই সেই লড়াই লড়তে পারে তৃণমূল কংগ্রেসই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেই লড়াই হবে। তার জন্য যা করতে হয় তা করবে দল।   

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.