Trinamool Congress: "এক ব্যক্তি, এক পদ" দাবিতে সোচ্চার যুব তৃণমূল নেতৃত্ব; ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশাল মিডিয়ায়

যদিও কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভিন্ন সুর দেখা গেছে দলের সিদ্ধান্তে

Updated By: Feb 11, 2022, 02:57 PM IST
Trinamool Congress: "এক ব্যক্তি, এক পদ" দাবিতে সোচ্চার যুব তৃণমূল নেতৃত্ব; ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশাল মিডিয়ায়
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূলের অন্দরে ঘুরে বেরাচ্ছে এক নতুন পোস্ট। বিভিন্ন নেতা, বিশেষ করে যুব নেতাদের, ফেসবুক এবং সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ব্যক্তি এক পদের দাবি। কিছুদিন আগেই জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথাই বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। 

বৃহস্পতিবার তৃণমূলের তরুণ ব্রিগেডের সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা দিতে থাকে। এই পোস্টের মূল বক্তব্য একটাই, "আই সাপোর্ট ওয়ান পার্সন ওয়ান পোস্ট ইন এআইটিসি"। সুদীপ রাহা এবং তৃণাঙ্কুর ভট্টাচার্যের মত নেতৃত্বের ফেসবুকে দেখা যায় এই পোস্ট। অভিনব কায়দায় হ্যাশট্যাগ সহ এই পোস্ট নিজের প্রোফাইলের কভার ছবিতে দেন তৃণমূলের বিভিন্ন যুব নেতা।

Sudip Raha's post on Facebook

গত রবিবার Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে এক ব্যক্তি, এক পদ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি একা সব পদ ভোগ করব, এটা হবে না। এটা হয়ে এসেছে। এটা বদলাতে হবে। কর্মীরাও এটা চায়।" 

আরও পড়ুন: Exclusive Abhishek: "এক পরিবার থেকে ১ জনই রাজনীতি করবে, বিল আনুক BJP, প্রথম ভোট আমি দেব"

অন্যদিকে তিনি আরও বলেন, "আমি চাই একটা পরিবার থেকে একজন রাজনীতি করুক। এটা নিয়ে সবচেয়ে বেশি আক্রমণ কে করে? বিজেপি। সংসদের পরবর্তী অধিবেশনে বিজেপি একটা বিল আনুক যে একটা পরিবার থেকে একজনই রাজনীতি করবে, দ্বিতীয় কেউ আসবে না। প্রথম ভোট আমি দেব। ভোট দিয়ে রাজনীতি ছাড়ব। যে করতে পারে, যার হাতে ক্ষমতা সে'ই আক্রমণ করছে। এটা করা উচিত। এটা হওয়া উচিত।"

২০২১ সালের বিধানসভা ভোটে জয়লাভের পরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় ঠিক সেই সময়েই দলের অন্দরে এক ব্যক্তি এক পদের মত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কাজের ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভিন্ন সুর দেখা গেছে দলের সিদ্ধান্তে। যেমন কলকাতা পুরনির্বাচনেই বিভিন্ন বিধায়ক এবং মন্ত্রিদের টিকিট দিয়ে দলের একাংশের রোষের মুখে পরেন দলীয় নেতৃত্ব।  

এবার তৃণমূলের যুব নেতৃত্বের পোস্ট এই বিতর্ককেই আরেকবার জাগিয়ে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।   

 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.