কাল টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে ছাত্র বার্তায় কতটা মমতা সেটাই দেখার
আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। গান্ধীমূর্তির পাদদেশের অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সে দিকে নজর থাকবে নানা মহলের। তৃণমূল সূত্রে খবর, কর্ম সংস্থান , পঠন-পাঠন, শৃঙ্খলারক্ষা, শিক্ষার সার্বিক উন্নয়নে ছাত্রদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বার্তা দিলেও সেই বার্তা কতটুকু কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
ওয়েব ডেস্ক: আগামিকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। গান্ধীমূর্তির পাদদেশের অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সে দিকে নজর থাকবে নানা মহলের। তৃণমূল সূত্রে খবর, কর্ম সংস্থান , পঠন-পাঠন, শৃঙ্খলারক্ষা, শিক্ষার সার্বিক উন্নয়নে ছাত্রদের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বার্তা দিলেও সেই বার্তা কতটুকু কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
ভক্তবালা বিএড কলেজে তোলাবাজির অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয় ঘেরাও, নদিয়া বাঙালঝি কলেজে অচলাবস্থা। গত একবছরে এমন অনেক ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে দলের একাধিক শীর্ষ নেতা বিভিন্ন সময়ে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সর্তক করেছেন ছাত্রনেতাদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ গুরুত্ব পাচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষণ।
মুখ্যমন্ত্রী যদি বার্তা দেন সেই বার্তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধিরা। তাঁদের বক্তব্য, গত বছর এই একই দিনে ছাত্রদের শৃঙ্খলা রক্ষা এবং শিষ্টাচারকে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি।