মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতরত্ন দেওয়া হোক, রাষ্ট্রপতিকে আর্জি TMCP-র!

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের (Calcutta University TMCP)।     

Updated By: Jul 3, 2021, 05:55 PM IST
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতরত্ন দেওয়া হোক, রাষ্ট্রপতিকে আর্জি TMCP-র!

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ভারতরত্ন (Bharat Ratna) দেওয়া হোক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে এই আবেদন করল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ (Calcutta University TMCP)। তবে এহেন আর্জি মোটেও মোদীর সমর্থনে নয় বরং প্রশংসার ছলে সমালোচনা। তৃণমূলের ছাত্র নেতাদের দাবি, স্বাধীনতার পর থেকে পেট্রোল, ডিজেল ও ভোজ্য তেলের দাম এতটা বাড়েনি! সেজন্য প্রধানমন্ত্রীকে ভারতরত্নে সম্মানিত করা হোক। 

 

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। রাষ্ট্রপতিকে পাঠানো আবেদনপত্রে তাদের বক্তব্য, 'দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের চারগুণ দিতে হচ্ছে ভারতীয়দের। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত এক বছরে ৬ ধরনের ভোজ্য তেলের দাম ২৫ থেকে ৫৬ শতাংশ বেড়েছে। স্বাধীনতার পর থেকে এমন মূল্যবৃদ্ধি দেখা যায়নি। মানুষ দিশেহারা। পরিবহণ শিল্প লাটে উঠে গিয়েছে।'

তৃণমূল ছাত্র পরিষদের বক্রোক্তি,'ইতিপূর্বে এহেন কৃতিত্ব কোনও প্রধানমন্ত্রীর নেই। সে কারণে ভারতরত্নের জন্য বিবেচনা করা হোক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। করজোড়ে আপনার কাছে আর্জি করছি।' কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য রনি ঘোষ জানান,'এই অচ্ছে দিন চাইনি আমরা। মূল্য়বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। ৫০জন পড়ুয়া এই আবেদন পাঠিয়েছেন। আগামিকাল রাজ্যজুড়ে তৃণমূল ছাত্র পরিষদ সব ইউনিট থেকে পাঠানো হবে।'

আরও পড়ুন- বিধানসভার অধিবেশন কক্ষে BJP বিধায়কদের পাশেই বরাদ্দ Mukul-র আসন, বসলেনও সেখানে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.