মেয়ে হওয়ার 'স্বপ্ন' পূরণ না হওয়ায় আত্মহত্যা সন্দীপের
ছেলে থেকে রূপান্তরিত হয়ে মেয়ে হতে চেয়েছিল। কিন্তু বাবার মৃত্যুতে সে ইচ্ছা পূরণ হয়নি। তাই আত্মহত্যাকেই বেছে নিলেন বর্ধমানের মিঠাপুকুরের বাসিন্দা সন্দীপ ব্যানার্জি। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।
ওয়েব ডেস্ক: ছেলে থেকে রূপান্তরিত হয়ে মেয়ে হতে চেয়েছিল। কিন্তু বাবার মৃত্যুতে সে ইচ্ছা পূরণ হয়নি। তাই আত্মহত্যাকেই বেছে নিলেন বর্ধমানের মিঠাপুকুরের বাসিন্দা সন্দীপ ব্যানার্জি। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।
ছোট থেকেই মেয়ে হওয়ার স্বপ্ন দেখত মিঠাপুকুরের বাসিন্দা সন্দীপ ব্যানার্জি। সাজ বা পোশাক তো বটেই, ব্যবহারটাও মেয়েদের মতোই ছিল। এ জন্য ঠাট্টা বিদ্রুপ সহ্য করতে হয়েছিল। তবুও মেয়ে হওয়ার স্বপ্নটা আঁকড়ে ধরেই বাঁচতে চেয়েছিল সন্দীপ। বাবার মৃত্যুর পর সে ইচ্ছায় ছেদ পড়ে। পরিবারের দাবি, এই জন্যই বুধবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যালে। তবু মেয়ে হওয়ার ইচ্ছে নিয়েই শুক্রবার চলে যেতে হল একাদশ শ্রেণির এই ছাত্রকে।
সন্দীপের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মেয়ে হওয়ার ইচ্ছে যে এই মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা ভাবতেই পারছেন না স্থানীয় বাসিন্দারা।