তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার যোধপুর পার্কে, আক্রান্ত পুলিস

অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের আরও অভিযোগ, CAA নিয়ে আলোচনা করতে না চাওয়ায় তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 

Updated By: Jan 24, 2020, 10:53 AM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার যোধপুর পার্কে, আক্রান্ত পুলিস

নিজস্ব প্রতিবেদন: রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বাধেঁ যোধপুর পার্কে। রাতের পর সকালেও থমথমে এলাকা। অভিযোগ তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের আরও অভিযোগ, CAA নিয়ে আলোচনা করতে না চাওয়ায় তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 

আরও পড়ুন: নজরে পুরভোট, রণকৌশল নির্ধারণে আজ বৈঠকে তৃণমূল নেতৃত্ব

কারও গলায়, কারও পেটে খুর চালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। জানা গিয়েছে ঘটনায় আক্রান্ত হয় পুলিস কর্মীরাও। লেক থানার এক পুলিস অফিসার গুরুতর জখম হয়েছে। তাঁর তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আজ সকালে অবশ্য এলাকা কিছুটা থমথমে রয়েছে। পুলিসসূত্রে খবর পুলিসের উপর আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। স্থানীয়রা জানাচ্ছে ধৃতরা বিজেপির কর্মী বলে পরিচিত।

আরও পড়ুন: প্রশাসনিক গাফিলতি, শীতে ঝাড়গ্রামের গ্রাম ভাসল 'ম্যান মেড বন্যা'য়

.