ত্রিনেত্রর রহস্য ভেদে এবার হয়ত অডিটরকে তলব

ত্রিনেত্রর রহস্য ভেদে এবার অডিটরকে তলব করার চিন্তাভাবনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ২০১১ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত ত্রিনেত্রের ব্যালান্স সিটে বিস্তর অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ROC-র নথি অনুসারে ত্রিনেত্রর ডিরেক্টর হিসাবে যাঁদের নাম রয়েছে তাঁরা কার্যত বেপাত্তা। তাই ব্যাঙ্কের পাশাপাশি অডিটরকেও জিজ্ঞাসাবাদের সম্বাবনা রয়েছে।

Updated By: Jun 24, 2015, 01:52 PM IST
ত্রিনেত্রর রহস্য ভেদে এবার হয়ত অডিটরকে তলব

ওয়েব ডেস্ক: ত্রিনেত্রর রহস্য ভেদে এবার অডিটরকে তলব করার চিন্তাভাবনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ২০১১ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত ত্রিনেত্রের ব্যালান্স সিটে বিস্তর অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। ROC-র নথি অনুসারে ত্রিনেত্রর ডিরেক্টর হিসাবে যাঁদের নাম রয়েছে তাঁরা কার্যত বেপাত্তা। তাই ব্যাঙ্কের পাশাপাশি অডিটরকেও জিজ্ঞাসাবাদের সম্বাবনা রয়েছে।

ত্রিনেত্র-র অডিটর হচ্ছে R K BHATTAR AND COMPANY. সব ব্যালান্স শিটে তাদের সই রয়েছে। যদিও কোম্পানীর কর্ণধার আর কে ভট্টারের তরফে ইডিকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা ত্রিনেত্রর অডিট করেননি। তাদের সই এবং স্ট্যাম্প জাল করা হয়েছে। এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন R K BHATTAR.

.