জল নিয়ে তরজায় বাম-তৃণমূল

কলকাতার পুরভোটে বড় ইস্যু পরিশ্রুত পানীয় জল। গত পাঁচ বছরে ঘরে ঘরে জল পৌছে দেওয়ার কৃতিত্ব দাবি করছেন মেয়র।

Updated By: Apr 10, 2015, 12:08 AM IST
জল নিয়ে তরজায় বাম-তৃণমূল

ব্যুরো: কলকাতার পুরভোটে বড় ইস্যু পরিশ্রুত পানীয় জল। গত পাঁচ বছরে ঘরে ঘরে জল পৌছে দেওয়ার কৃতিত্ব দাবি করছেন মেয়র।

বামেদের অভিযোগ, তাদের প্রকল্পই নিজেদের নামে চালিয়ে দিচ্ছে তৃণমূল। বাইপাস সংলগ্ন এলাকার ভোটারদের মন জয়ে তৃণমূলের তুরুপের তাস জল। উনিশশো পঁচাশি সালে কলকাতা পুরসভার আওতায় এলেও এইসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌছনো বাকি। বিদায়ী পুরবোর্ডের আমলে রূপায়িত হয়েছে ধাপা জল প্রকল্প। সামান্য যেটুকু কাজ বাকি তা শেষ হলেই বাইপাস অঞ্চলে বাড়ি বাড়ি পৌছে যাবে পরিশ্রুত পানীয় জল। জল পেয়ে ভোটাররা ঝুলি উপুড় করে দেবেন বলে আশাবাদী মেয়র।

জলের সমস্যা কমবেশি শহর কলকাতার সর্বত্রই। পরিশ্রুত পানীয় জল পৌছে দিতে গত পাঁচ বছরে পুরসভা কী করেছে, প্রচারে তার খতিয়ান দিচ্ছে তৃণমূল। পাল্টা প্রচারে বামেরা গলা তুলছে কী হয়নি, তা নিয়ে।

শোভন চট্টোপাধ্যায় জলটা বোঝেন। বিরোধীরাও একান্তে মেনে নেন এ কথা। মেয়রের চেয়ারে বসার পরও জল শোভন নামটা যায়নি। ছোট লালবাড়ি দখলে রাখতে সেই জলেই ভেসে থাকতে চাইছেন তিনি।

 

.