বদায়ুঁ ধর্ষণকাণ্ড: খুন নয়, আত্মহত্যা করেছিলেন দুই বোন, তদন্ত শেষে জানাল সিবিআই
উত্তরপ্রদেশ বদায়ুঁ গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঁচ মাসের তদন্ত শেষে সিদ্ধান্তে পৌঁছল, খুন নয় আত্মহত্যাই করেছেন দুই বোন। সিবিআই ডাইরেক্টর রঞ্জিত সিং জানিয়েছেন, ""আমরা বদায়ুঁর ঘটনার তদন্ত শেষ করেছি। আমাদের তদন্তে উঠে এসেছে, দুই মেয়ে আত্মহত্যাই করেছিলেন, তাঁদের খুন করা হয়নি।''
বদায়ুঁ: উত্তরপ্রদেশ বদায়ুঁ গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঁচ মাসের তদন্ত শেষে সিদ্ধান্তে পৌঁছল, খুন নয় আত্মহত্যাই করেছেন দুই বোন। সিবিআই ডাইরেক্টর রঞ্জিত সিং জানিয়েছেন, ""আমরা বদায়ুঁর ঘটনার তদন্ত শেষ করেছি। আমাদের তদন্তে উঠে এসেছে, দুই মেয়ে আত্মহত্যাই করেছিলেন, তাঁদের খুন করা হয়নি।''
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুক্রবারের মধ্যেই ক্লোসার রিপোর্ট জমা দিতে চলেছে। বদায়ুঁ কাণ্ডে অভিযোগ ওঠে, ১৪ ও ১৫ বছরের দুই বোনকে গণধর্ষণ করার খুন করা হয়। চলতি বছরের ২৭ মে গ্রামের একটি গাছ থেকে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। .
জুন মাসে তদন্তের ভার হাতে তুলে নেয় সিবিআই। তদন্তে দুই বোনকে ধর্ষণের কোনও প্রমান পাওয়া যায়নি। এমনকী ঘটনাটি আত্মহত্যার ঘটনা বলে তদন্ত শেষে জানিয়ে দিল তদন্তকারীরা।