কাজের বরাত নিয়ে কাজিয়ায় উত্তপ্ত গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

কাজের বরাত নিয়ে ফের গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে গণ্ডগোল। মেটিয়াবুরুজে সংস্থার তিন নম্বর গেটের সামনে যুযুধান দু-পক্ষ। ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী ও র‍্যাফ।

Updated By: Jun 28, 2017, 11:53 AM IST
কাজের বরাত নিয়ে কাজিয়ায় উত্তপ্ত গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

ওয়েব ডেস্ক: কাজের বরাত নিয়ে ফের গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে গণ্ডগোল। মেটিয়াবুরুজে সংস্থার তিন নম্বর গেটের সামনে যুযুধান দু-পক্ষ। ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী ও র‍্যাফ।

কারখানায় কারা শ্রমিক সরবরাহ করবে, তা নিয়ে কিছুদিন ধরেই তৃণমূলের দুটি গোষ্ঠীর ঝামেলা চলছিল বলে খবর। আজ সকালে তা চরমে পৌঁছয়। শিপ বিল্ডার্সের গেটের সামনে একদিকে শাসকদলের শ্রমিক নেতা রহমত আনসারির দল। এবং অন্যদিকে আরেক তৃণমূল নেতা সামসুজ্জামান আনসারি ও কংগ্রেসের মহম্মদ মোক্তারের লোকেরা মুখোমুখি হয়ে যায়। দু-পক্ষের মাঝখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিস।

এদিকে, নারদ-কাণ্ডে আজ নিজাম প্যালেসে তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে তলব করল সিবিআই। তৃণমূল সাংসদকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। (আরও পড়ুন- শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, আত্মঘাতী নার্স, গ্রেফতার অভিযুক্ত স্বামী )

.