সিপিএম-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত কলকাতার কসবা

বোর্ড তুমি কার? গণশক্তি না জাগো বাংলার? এই নিয়েই সিপিএম-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত দক্ষিণ কলকাতার কসবা এলাকা।

Updated By: Jul 18, 2016, 09:29 AM IST
সিপিএম-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত কলকাতার কসবা
ছবিটি প্রতীকী।

ওয়েব ডেস্ক: বোর্ড তুমি কার? গণশক্তি না জাগো বাংলার? এই নিয়েই সিপিএম-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত দক্ষিণ কলকাতার কসবা এলাকা।

আজ পুরসভার একানব্বই নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকায় দলীয় মুখপত্র জাগো বাংলার বোর্ড উদ্বোধন করার কথা স্থানীয় বিধায়ক জাভেদ খানের। রবিবার রাত থেকে সেই কাজ চলছিল। তৃণমূল কর্মী ও সমর্থকদের অভিযোগ, সেইসময় স্থানীয় সিপিএম কাউন্সিলরের অনুগামীরা তাঁদের আক্রমণ করে। শুধু অকত্য ভাষায় গালিগালাজই নয়। এক তৃণমূল সমর্থককে মারধরও করা হয় বলে দাবি। এমনকি তাঁদের লক্ষ্য করে বোতল ছোঁড়া এবং দু রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। যদিও শাসকদলের কর্মী সমর্থকদের আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এলাকার সিপিএম কর্মীরা।

আরও পড়ুন- মালদায় মহিলাকে বিবস্ত্র করে মারধর

সিপিএমের পাল্টা দাবি, গণশক্তির বোর্ড ভেঙে, সেখানেই জাগো বাংলার বোর্ড তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানালে তাঁদের ওপর হামলা চালায় এলাকার তৃণমূল সমর্থকরা। ঘটনায় তাঁদের বেশকয়েকজন জখম হয়েছেন বলে দাবি স্থানীয় সিপিএম কর্মীদের। ঘটনার পর এলাকায় মোতায়েন বিশাল পুলিস বাহিনী।

.