জলে জ়ডসড় শহর কলকাতা

বৃষ্টিতে জল জমে ব্যাহত হল কলকাতার জনজীবন। শুক্রবার বৃষ্টিতে কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় জল জম যায়। স্ট্র্যান্ড রোডে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জল জমে যায় আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এপিসি রোড, গিরীশ পার্ক এলাকায়।

Updated By: Apr 6, 2012, 04:03 PM IST

বৃষ্টিতে জল জমে ব্যাহত হল কলকাতার জনজীবন। শুক্রবার বৃষ্টিতে কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় জল জম যায়। স্ট্র্যান্ড রোডে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জল জমে যায় আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এপিসি রোড, গিরীশ পার্ক এলাকায়। দক্ষিণ কলকাতার রাসবিহারী, হাজরা রোড, ক্যামাক স্ট্রিট, এক্সাইড মোড় থেকে মিন্টোপার্ক পর্যন্ত এলাকা, নাকতলা, বাঁশদ্রোণী, ঢাকুরিয়ায় কিছু এলাকা, বেহালার জেমস লং সরণি, কসবা ও বালিগঞ্জে জমা জলে জনজীবন ব্যাহত হয়। জল জমে ইএম বাইপাসের কিছুটা অংশেও।
 
শুক্রবার সকালে প্রবল ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে প়ডে দক্ষিণ কলকাতার বহু এলাকা। সকালের দিকে জল জমে যায় বীরেন রায় রোড ইস্ট এবং সখেরবাজার এলাকায়। বেলা বাড়লেও জলমগ্ন অবস্থাতেই রয়েছে সিএমআরআই হাসপাতাল সংলগ্ন ডায়মন্ড হারবার রোড ও বর্ধমান রোড।
 
প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর কলকাতার বহু এলাকা। ওই সব এলাকা ঘুরে দেখে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদারে প্রতিনিধি সোমাদ দাস। দেখে নেব সেই ছবি।
 
প্লাস্টিক জমে অনেক নিকাশি নালারই মুখ বুজে গিয়েছিল। তাই সকালের বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমে যায়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন, দ্রুত জল নিষ্কাশনের জন্য পুরসভার সমস্ত পাম্পিং স্টেশন কাজে লাগানো হয়েছে।  
 
বৃষ্টির জন্য কলকাতা পুরসভার বহু ওয়ার্ডেই শুক্রবার সকালে জঞ্জাল সাফাই হয়নি। সেই জঞ্জালই নিকাশি নালার মুখ বন্ধ করে দেয়। যার জেরে জল জমে যায় বিস্তীর্ণ এলাকায়। মেয়র পারিষদ নিকাশি রাজীব দেব একথা জানিয়েছেন।

.