লগ্নী টানতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গড়বে রাজ্য
বিনিয়োগকারীদের সুবিধার কথা ভেবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে নতুন ভাবে গড়ে তোলার পরিকল্পনা নিল রাজ্য সরকার। নয়া কর্মসূচি অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে এবার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গড়ে কর্মী সংক্রান্ত সব তথ্য এক জায়গায় নিয়ে আসা হবে।
বিনিয়োগকারীদের সুবিধার কথা ভেবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে নতুন ভাবে গড়ে তোলার পরিকল্পনা নিল রাজ্য সরকার। নয়া কর্মসূচি অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিবর্তে এবার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গড়ে কর্মী সংক্রান্ত সব তথ্য এক জায়গায় নিয়ে আসা হবে।
এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তালিকায় সমস্ত ক্ষেত্রে, দক্ষ, অদক্ষ কর্মীর নামের তালিকার পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব তথ্যই দেওয়া থাকবে। মঙ্গলবার মহাকরণে একথা জানালেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। তাঁর দাবি, ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের সমস্ত ক্ষেত্রে দক্ষ, অদক্ষ বিভিন্ন ধরনের কর্মীর নামের তালিকা সংক্রান্ত সব তথ্যই খুব সহজে পেতে সক্ষম হবে বিনিয়োগকারী ও বিনিয়োগে ইচ্ছুক বাণিজ্যিক সংস্থাগুলি।
ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই কর্মী সংক্রান্ত সব তথ্য দেখতে পারবেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা সরকারের কাছে আবেদন করলে কর্মী নিয়োগের ব্যাপারেও এগিয়ে আসবে সরকার। একই সঙ্গে শুধু নামের তালিকা প্রকাশ নয়, বিভিন্ন প্রশিক্ষণ দিয়েও তরুণ তরুণীদের কর্মসংস্থানের বাড়তি ব্যবস্থা করতে চাইছে সরকার।