Weather Update: সপ্তাহের শেষেই শীতের আমেজ! কী বলছে হাওয়া অফিস?
শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে
![Weather Update: সপ্তাহের শেষেই শীতের আমেজ! কী বলছে হাওয়া অফিস? Weather Update: সপ্তাহের শেষেই শীতের আমেজ! কী বলছে হাওয়া অফিস?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/06/395462-6.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভেম্বর মাস চলছে। কিন্তু শীত কই? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষ থেকেই রাজ্যে আসবে শীতের আমেজ। শনিবার থেকে নামবে পারদ। ১২ নভেম্বর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন রাজ্যের আবহাওয়া শুকনোই থাকবে। মাঝেমধ্যে আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। দিন বা রাতের তাপমাত্র আগামী ৫ দিন খুব বেশি বদল হবে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্র সর্বোচ্চ ৩১ ডিগ্রি থাকবে। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আরও পড়ুন-পাচারের ছক ভেস্তে যেতেই খুন, বাড়ির পাশেই মিলল শিশুর বস্তাবন্দি মৃতদেহ
হাওয়া অফিসের দাবি, আগামী ১২ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া প্রধানত শুকনোই থাকবে। মাঝেমধ্যে আকাশ আংশিক মেঘলা থাকবে। ৭ নভেম্বর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতের অপেক্ষার মধ্যেই ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে তা নিম্নচাপ পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ।