ফের 'ভুয়ো' নীলবাতি গাড়ি, সরকারি স্টিকার, বেনিয়াপুকুর থেকে গ্রেফতার ১
গতকাল রাতে নীলবাতি লাগানো একটি গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখে সন্দেহ হয় ট্রাফিক সার্জেনের।
নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccine Case) রেশ কাটতে না কাটতেই শহরে ফের নীলবাতি গাড়িতে ভুয়ো আধিকারিকের ঘটনা। বেনিয়াপুকুরে নীলবাতি লাগানো গাড়ি আটক। সেন্ট্রাল ভিজিল্যান্সের স্টিকার লাগানো গাড়ি আটক করল পুলিস। গতকাল রাতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিস। তখনই নীলবাতি লাগানো একটি গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখে সন্দেহ হয় ট্রাফিক সার্জেনের। তৎক্ষণাৎ আটক করা হয় গাড়ির চালককে।
বেনিয়াপুকুর থানায় নিয়ে এসে গ্রেফতার করা হয়েছে। তারপরেই জানা যায়, কোনও সেন্ট্রাল ভিজিল্যান্সের গাড়ি নয় সেটি। তাহলে কী কারণে নীলবাতি লাগিয়ে, সেন্ট্রাল ভিজিল্যান্সের ভুয়ো বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াত তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের নাম আসিফুল হক ওরফে সাদিক। তিনি পার্কস্ট্রিট এলাকার বাসিন্দা। বুধবারই তাকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন, UPSC-র নামেও ভুয়ো ইমেল আইডি! দেবাঞ্জনের নয়া কীর্তি ফাঁস জি ২৪ ঘণ্টায়
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই এই এলাকা দিয়ে গাড়়িটি যেতে দেখেছেন ট্রাফিক পুলিসেরা। দেবাঞ্জন কাণ্ড সামনে আসার পরই এই গাড়িও গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে। এই সাদিক কোনও রকমভাবেই সরকারি অফিসার নয়। বিষয়টি একদম ভুয়ো সামনে আসার পরই গ্রেফতার করা হয় তাকে।