West Bengal Election 2021:' বাংলাদেশে হিন্দু মন্দিরে পুুজো, সভায় ধর্মীয় প্ররোচনা, Modi-র বিরুদ্ধে কমিশনে মোর্চা
মুজিব শতবর্ষ ও বাংলাদেশ দিবস উপলক্ষে পড়শি দেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী বিধি ভঙ্গ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই মর্মে শুক্রবার নির্বাচন কমিশনে চিঠি দিল সংযুক্ত মোর্চা (Sanjukta Morcha)। সিপিএম নেতা রবীন দেব (Rabin Deb) বলেন, 'প্রধানমন্ত্রী ভোটের দিন সভা করছেন। বাংলাদেশে শান্তনু ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। ভোটারদের প্রভাবিত করছেন তিনি।'
মুজিব শতবর্ষ ও বাংলাদেশ দিবস উপলক্ষে পড়শি দেশে গিয়েছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই সফরে যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে (Santanu Thakur) সঙ্গী করে ওড়াকান্দিতে মতুয়া মহাতীর্থেও যান। এনিয়ে প্রশ্ন তুলেছে সংযুক্ত মোর্চা (Sanjukta Morcha)। চিঠিতে তারা অভিযোগ করেছে,'বিধি ভেঙে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে সঙ্গী করে নিয়ে গিয়েছেন প্রতিবেশী দেশে। হিন্দু মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি সম্প্রদায়ের (পড়ুন মতুয়া) আরাধনাস্থলে গিয়ে প্রতিশ্রুতিও দিয়ে এসেছেন। তা ফলাও করে ছাপা হয়েছে। সম্প্রচারিত হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে।'
গতকাল জয়নগর ও উলুবেড়িয়ায় সভা করেন মোদী। সংযুক্ত মোর্চার বক্তব্য, ওই দুটি সভায় ধর্মীয় প্ররোচনা দেওয়ার করেছেন মোদী। এব্যাপারে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে তারা।
কী বলেছিলেন জয়নগরের সভায়?
প্রধানমন্ত্রী বলেছিলেন,'জয় শ্রী রামে আপত্তি দিদির। দুর্গাপুজোর বিসর্জনেও আপত্তি ওঁর। তিলক, গেরুয়া পোশাকও পছন্দ করেন না। দিদির লোকেরা, টিকি থাকা মানুষদের রাক্ষস বলছেন। আমাকে গালি দিন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের আস্থা, রামকৃষ্ণ পরমহংস ও চৈতন্য মহাপ্রভুর সংস্কারকে গালি দিতে দেব না।' বাংলাদেশ সফরের উল্লেখ করে মোদী মন্তব্য করেন, 'একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম যশোরেশ্বরী মায়ের পুজো করেছি। এতেও দিদির সমস্যা। ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের পুণ্যভূমিতে গিয়ে আশীর্বাদ চেয়েছি। ক্ষুব্ধ হয়েছেন উনি। মা কালীর মন্দিরে যাওয়া ভুল নাকি? হরিজন ঠাকুরের পুজো করা ভুল? দিদি মরসুমি পুণ্যার্থী নই। নিজেদের আস্থায় গর্বিত আমরা।'
আরও পড়ুন- WB assembly election 2021 : 'একতরফা ভোটিং হয়েছে, নন্দীগ্রামে হারছেন-ই মমতা', অমিতের 'শাহি' ঘোষণা