আমপানের মতো ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে আসছেন PM Modi, করবেন পর্যালোচনা বৈঠক
শুক্রবার প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ওড়িশার ভুবনেশ্বরে।
নিজস্ব প্রতিবেদন: আমপানের পর বাংলায় এসে দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়াসের পর তাঁর আসা নিয়ে জল্পনা ছিলই। বৃহস্পতিবার দুপুরে জানা গেল, আগামিকাল, শুক্রবার ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি দেখতে আসছেন প্রধানমন্ত্রী।
আগামিকাল প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ওড়িশার ভুবনেশ্বরে। সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। তার পর আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি।
শুক্রবার কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর হিঙ্গলগঞ্জ ও সাগরে তাঁর পর্যালোচনা বৈঠক। সেখান থেকে চলে যাবেন পূর্ব মেদিনীপুর। শনিবার দিঘায় পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতবছর আমপানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা CM Mamata-র