জন্মদিনে সত্য সাঁইবাবা সম্পর্কে জানুন ৫ টি তথ্য

আজ ২৩ নভেম্বর। আজ এমন একজনের জন্মদিন, যাঁর কথা শুনে, মেনে চলেন এ দেশের অনেক অনেক মানুষ। ১৯২৬ সালের ২৩ নভেম্বর তত্‍কালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন তিনি। নিজের বিপদের দিনে, হতাশার সময়ে, তাঁকে আস্থা রাখেন লাখো মানুষ। হ্যাঁ, আজ জন্মদিন, সত্য নারায়ণ রাজু ওরফে সত্য সাঁই বাবার।

Updated By: Nov 23, 2015, 09:17 AM IST
জন্মদিনে সত্য সাঁইবাবা সম্পর্কে জানুন ৫ টি তথ্য

ওয়েব ডেস্ক: আজ ২৩ নভেম্বর। আজ এমন একজনের জন্মদিন, যাঁর কথা শুনে, মেনে চলেন এ দেশের অনেক অনেক মানুষ। ১৯২৬ সালের ২৩ নভেম্বর তত্‍কালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন তিনি। নিজের বিপদের দিনে, হতাশার সময়ে, তাঁকে আস্থা রাখেন লাখো মানুষ। হ্যাঁ, আজ জন্মদিন, সত্য নারায়ণ রাজু ওরফে সত্য সাঁই বাবার।
আজ তাঁর জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে ৫টি অজানা তথ্য।

১) পৃথিবীর প্রায় ১২৬ টি দেশে ১২০০-রও বেশি সত্য সাঁই অর্গানাইজেশন রয়েছে আজ। এগুলোর মাধ্যমে বিনা পয়সায় চিকিত্‍সা, পথ্য, পানীয় জল, আশ্রম এবং পড়াশোনা করানো হয়।

২) ১৯৪৪ সালে সত্য সাঁইবাবার প্রথম মন্দিরটি তৈরি করেন তাঁর ভক্তরা। মন্দিরটি নির্মিত হয়েছিল, পুত্তপর্থীতে। এই মন্দিরেই পরে একটি আশ্রম তৈরি হয়।

৩) ১৯৬৩ সালে সত্য সাঁইবাবা প্রথম তথা একমাত্র বিদেশ সফরটি করেন। সেবার তিনি গিয়েছিলেন আফ্রিকার কেনিয়া এবং উগান্ডায়। সেখানে তিনি সেই বিখ্যাত উক্তিটি করেন যে, 'আমি আপনাদের হ্দয়ে জ্ঞানের আলো জ্বালতে এসেছি।'

৪) ১৯৯৯ সালের ২৩ নভেম্বর, ভারতীয় ডাকঘর সত্য সাঁইবাবাকে নিয়ে একটি ডাকটিকিট প্রকাশ করেন। দেশজুড়ে বিনামূল্যে পানীয় জল সরবরাহ করার জন্য তাঁকে এই মহান সম্মান দেওয়া হয়।

৫) ২০১১ সালের ২৮ মার্চ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আর ২০১১ সালের ২৪ এপ্রিল ৮৪ বছর বয়সে তাঁর প্রয়াণ হয়।

.