অনুপম খের সেন্সর বোর্ড সম্পর্কে কী বলেছেন শুনেছেন?
ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা অনুপম খের কয়েক বছর আগেও ছিলেন সেন্সর বোর্ডের চেয়ারপার্সন। তিনি সেন্সর বোর্ডের কাজ সম্পর্কে যথেষ্ট জানা রয়েছে তাঁর। সেই অনুপম খেরও কিন্তু এবার সেন্সর বোর্ডকে বলে দিলেন যাতে, তাঁরা পরিচালকদের জীবনে খলনায়ক হিসেবে না দেখা দেন। সম্প্রতি 'বাবুমশাই বন্দুকবাজ' ফিল্মের মোট ৪৮টি দৃশ্য কাটার কথা বলেছে সেন্সর বোর্ড। সেই বিষয়েই অনুপম খেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'কোনও একজনকে সমালোচনা করা নয়। আমি মনে করি না যে, প্যাহেলাজ নিহালানি, এই সব কাজ একাই করছেন। তবে, আমার মনে হয়, সেন্সর বোর্ডেরও এবার নতুন করে দেখার সময় এসেছে।ভাবার সময় এসেছে।'
আরও পড়ুন কবে বিয়ে করছেন? নিজেই জানালেন ‘বাহুবলী’ প্রভাস
অনুপম খের আরও বলেছেন, 'সেন্সর বোর্ডের লোকদের এগিয়ে আসা উচিত এভাবে, যাতে ফিল্মটি রিলিজ হয়। ফিল্মটাকে বন্ধ করা যে তাঁদের উদ্দেশ্য নয়। আমরা এখন একবিংশ শতাব্দীতে বাস করছি। তাই আজকের দিনে আমাদের পক্ষে ইন্টারনেটে সবকিছুই দেখে নেওয়া সম্ভব। আসলে সেন্সর বোর্ডের কাজ পরিচালকদের কাছে খলনায়ক হিসেবে আবির্ভূত হওয়া নয়। বরং, তাঁদের পরিচালকদের ভাবনাকে আরও সম্মান দিতে হবে।'
আরও পড়ুন সলমন খানের সঙ্গে তাঁর কানেকশন কেমন? জানালেন ক্যাটরিনা কাইফ