বিশ্বের সবচেয়ে দামী মদ প্রস্তুতকারী সংস্থা এবার চিনের Kweichow Moutai

বিশ্বের সবচেয়ে দামী মদ প্রস্তুতকারী সংস্থার স্বীকৃতি পেল চিনের Kweichow Moutai। সংবাদ সংস্থা 'ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুসারে, বর্তমানে এই সংস্থার বাজার দর ৭১.৫ বিলিয়ন মার্কিন ডলার। 'জনি ওয়াকার' নামক ব্র্যান্ডের মালিকানা রয়েছে যে 'Diageo'র হাতে, তাদেরকেও অধিগ্রহণ করেছে চিনা সংস্থা Kweichow Moutai। গত বছেরের তুলনায় এবছরে ৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে সংস্থাটির। বিশ্বের মধ্যে সবচেয়ে দামী মদ সংস্থা হয়ে উঠলেও, Kweichow Moutai-এর মোট বিক্রির ৯৫ শতাংশই দেশীয় বাজারে।

Updated By: Apr 10, 2017, 02:18 PM IST
বিশ্বের সবচেয়ে দামী মদ প্রস্তুতকারী সংস্থা এবার চিনের Kweichow Moutai

ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামী মদ প্রস্তুতকারী সংস্থার স্বীকৃতি পেল চিনের Kweichow Moutai। সংবাদ সংস্থা 'ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুসারে, বর্তমানে এই সংস্থার বাজার দর ৭১.৫ বিলিয়ন মার্কিন ডলার। 'জনি ওয়াকার' নামক ব্র্যান্ডের মালিকানা রয়েছে যে 'Diageo'র হাতে, তাদেরকেও অধিগ্রহণ করেছে চিনা সংস্থা Kweichow Moutai। গত বছেরের তুলনায় এবছরে ৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে সংস্থাটির। বিশ্বের মধ্যে সবচেয়ে দামী মদ সংস্থা হয়ে উঠলেও, Kweichow Moutai-এর মোট বিক্রির ৯৫ শতাংশই দেশীয় বাজারে।

উল্লেখ্য, আজই আবার ব্রিটেনের এসেক্স থেকে হুইস্কি, সফট ড্রিঙ্ক ইত্যাদি বোঝাই ট্রেন ছেড়েছে চিনের উদ্দেশে। ব্রিটেনের এসেক্স থেকে ছাড়ার পর মোট সাতটি দেশ (ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া এবং কাজাখাস্তান) পেরিয়ে ১৭ দিন পর, ২৭শে এপ্রিল চিনের 'হোলসেল মার্কেট' শহর ঝেজিয়াং-এ পৌঁছবে এই ট্রেন। (আরও পড়ুন- ব্রিটেন থেকে চিনের পথে হুইস্কি বোঝাই প্রথম ট্রেন)

.