বিশ্ব জয় করতে যমজ ভাইদের একমাত্র লক্ষ্য `জীবন জয়`

তাঁরা একই বৃন্তে দুটি কুসুম। কিন্তু তাঁদের বেঁচে থাকার লড়াই দেখে সত্যি চমকে উঠল বিশ্ব। সাধারণত কোজয়েন্ট যমজরা শারীরিক সমস্যার জন্য বেশি দিন বাঁচতে পারেন না। দুটি মানুষের শারীরিক চাহিদার টানাপোড়েনে হারিয়ে ফেলেন বাঁচার ইচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের যমজ ডনি ও রুনি গ্যালন জীবনকে জয় করে ৬২ বছর ৮ মাস ৮ দিন অতিক্রম করলেন। তাঁরা হতে চলেছেন বিশ্বের প্রবীনতম কোজয়েন্ট।

Updated By: Jul 6, 2014, 03:20 PM IST

তাঁরা একই বৃন্তে দুটি কুসুম। কিন্তু তাঁদের বেঁচে থাকার লড়াই দেখে সত্যি চমকে উঠল বিশ্ব। সাধারণত কোজয়েন্ট যমজরা শারীরিক সমস্যার জন্য বেশি দিন বাঁচতে পারেন না। দুটি মানুষের শারীরিক চাহিদার টানাপোড়েনে হারিয়ে ফেলেন বাঁচার ইচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের যমজ ডনি ও রুনি গ্যালন জীবনকে জয় করে ৬২ বছর ৮ মাস ৮ দিন অতিক্রম করলেন। তাঁরা হতে চলেছেন বিশ্বের প্রবীনতম কোজয়েন্ট।

ওহিওর যমজ দুই ভাইয়ের বুকের নিচের থেকে এক অপরের সঙ্গে যুক্ত। চার বছর আগে রুনি ভাইরাসে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ডনির শরীরও অসুস্থ হয়ে পড়ে। কোনও একজন শরীর খারাপ হলে অন্যজনও দুর্বল হয়ে পড়ে। এরজন্য তাঁদের সর্বক্ষণের দেখভাল করেন তাঁদের ছোটভাই জিম গ্যালন ও তাঁর স্ত্রী। তাঁদের ভাই জিম জানান গ্যালন যমজের লক্ষ্য গিনিজ বুকে নাম করতে বিশ্বের প্রবীনতম কোজয়েন্ট হিসাবে। ইতালির গায়াকোমো ও জিওভাননি বাতিসতা যমজ কোজয়েন্টকে অতিক্রম করবেন অক্টোবর মাসে, তাঁরা ৬৩ বছরে পড়লে। তাঁদের জীবন এতই অনিশ্চিয়তার, একজন যদি মৃত্যুর মখু ঢলে পড়েন তাহলে অন্য জনের জীবনও সঙ্কটে পড়বে। তাই বিশ্বকে জয় করার জন্য এখন তাঁদের একমাত্র লড়াই শুধুই বেঁচে থাকা।

.