ক্রিসমাস স্পেশ্যাল: আমন্ড ক্যান্ডি
ক্রিসমাসের সবথেকে সহজ রেসিপি আমন্ড ক্যান্ডি। বাচ্চা থেকে বুড়ো, মন কাড়বে সকলের।
ক্রিসমাসের সবথেকে সহজ রেসিপি আমন্ড ক্যান্ডি। বাচ্চা থেকে বুড়ো, মন কাড়বে সকলের।
কী কী লাগবে
হুইপড(ফেটানো ক্রিম)-১০০ গ্রাম
আমন্ড(রোস্টেড ও গুঁড়ো করা)-৫০০ গ্রাম
মাখন-১ টেবিল চামচ
চিনি-১০০ গ্রাম
সিরাপ-১০০ মিলি
কীভাবে বানাবেন
একটা পাত্রে ক্রিম, চিনি, সিরাপ একসঙ্গে কম আঁচে ফুটিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন। এর মধ্যে মাখন ও আমন্ড দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ক্যান্ডির ছাঁচে এই মিশ্রণ ঢেলে ৩০ থেকে ৪০ মিনিট ফ্রিজে রেখে জমিয়ে নিন। ফ্রিজ করে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ছবি সৌজন্যে: blogs.houstonpress.com