মার্কিন জুলজিস্ট ডায়ান ফসের জন্মদিনে গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘ
প্রখ্যাত মার্কিনি জুলজিস্ট ডায়ান ফসের ৮২ বছরের জন্মদিনে তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল গুগল। পাহাড়ি গোরিলাদের রক্ষা করতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন ডায়ান। ১৯৮৫ সালে রোয়ান্ডাতে তাঁকে খুন করে আততায়ীরা।
প্রখ্যাত মার্কিনি জুলজিস্ট ডায়ান ফসের ৮২ বছরের জন্মদিনে তাদের ডুডলিং শ্রদ্ধার্ঘ জানাল গুগল। পাহাড়ি গোরিলাদের রক্ষা করতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন ডায়ান। ১৯৮৫ সালে রোয়ান্ডাতে তাঁকে খুন করে আততায়ীরা।
১৯৩২ সালের ১৬ জানুয়ারি সান ফ্রান্সিসকো জন্মগ্রহণ করেন কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ডায়ান ফসে।
আজকের গুগল ডুডলে আফ্রিকার পাহাড়, জঙ্গল, আর গরিলাদের সঙ্গে ডায়ানের ছবি ফুটে উঠেছে। দীর্ঘ ১৮ বছর ধরে ডায়ান আফ্রিকার পাহাড়ি গোরিলাদের নিয়ে কাজ করেছেন। তাঁর কাজ ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে ১৯৮৩ সালে `গোরিলা ইন দ্য মিস্ট` বইটি লেখেন তিনি। এই বইটি নিয়ে হলিউডে পরবর্তীকালে একটি সিনেমাও হয়।
লুইস ও মারি লিকের আফ্রিকা সম্পর্কে লেখা পড়ে সে মহাদেশের উপর আকৃষ্ট হন ডায়ান। গোরিলাদের নিয়ে কাজ করতে করতেই তাদের বাঁচাতে চোরাশিকারীদের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে নামেন ডায়ান। তাঁর উদ্যোগে বেশ কিছু চোরাশিকারীর জেলও হয়। ১৯৭৮ সালে যে গোরিলাদের নিয়ে তিনি কাজ করছিলেন তাদের মধ্যে কিছু গরিলা চোরাশিকারীদের হামলা থেকে নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে মারা যায়।
রোয়ান্ডায় নিজের কেবিনে কাজ করার সময় ডায়ান ফসেকে খুন করে চোরাশিকারীরা।