'কার লাও বেকার নাহি' স্লোগানে ভারত পথে ডটসান 'পার্টি'
'ভারতকে বদলে দিতে' এল নতুন দল! দলের নাম 'ডাটসান পার্টি'। পার্টির স্লোগান, 'কার লাও বেকার নাহি'। ভাবছেন নিশ্চই, এসব আবার কী কথা, আবার একটা নতুন দল? নেতার নাম কী? তাহলে জেনে রাখুন, এটা কোনও দলই নয়। এ হল 'ডাটসান' সংস্থার গাড়ির বিজ্ঞাপন। এক অভিনব কায়দায়াতে বিজ্ঞাপনটি পরিকল্পনা করেছে সংস্থাটি। বিজ্ঞাপন ভিডিওটিতে দেখা যায় পরিচিত রাজনীতিকের পোশাকে (কুর্তা-চোস্তা) এক ব্যক্তিকে মঞ্চে মাইকের সামনে। অসংখ্য খবরের চ্যানেলের বুম তাঁর সামনে রাখা রয়েছে। আর সেই ব্যাক্তি দাবি করছেন, নতুন নেতা অর্থাত্ ডাটসান গাড়ি পথে নামছে তিনিই (অর্থাত্ সেই গাড়ি) পথ প্রদর্শক হবেন। এভাবেই বদলে যাবে দেশের পথ, নতুন দিশা পাবে দেশ। দেখুন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: 'ভারতকে বদলে দিতে' এল নতুন দল! দলের নাম 'ডাটসান পার্টি'। পার্টির স্লোগান, 'কার লাও বেকার নাহি'। ভাবছেন নিশ্চই, এসব আবার কী কথা, আবার একটা নতুন দল? নেতার নাম কী? তাহলে জেনে রাখুন, এটা কোনও দলই নয়। এ হল 'ডাটসান' সংস্থার গাড়ির বিজ্ঞাপন। এক অভিনব কায়দায়াতে বিজ্ঞাপনটি পরিকল্পনা করেছে সংস্থাটি। বিজ্ঞাপন ভিডিওটিতে দেখা যায় পরিচিত রাজনীতিকের পোশাকে (কুর্তা-চোস্তা) এক ব্যক্তিকে মঞ্চে মাইকের সামনে। অসংখ্য খবরের চ্যানেলের বুম তাঁর সামনে রাখা রয়েছে। আর সেই ব্যাক্তি দাবি করছেন, নতুন নেতা অর্থাত্ ডাটসান গাড়ি পথে নামছে তিনিই (অর্থাত্ সেই গাড়ি) পথ প্রদর্শক হবেন। এভাবেই বদলে যাবে দেশের পথ, নতুন দিশা পাবে দেশ। দেখুন সেই ভিডিও-
আরও পড়ুন- সাউন্ড মিটার বাধ্যতামূলক করল পরিবেশ আদালত