এই ৭টি প্রশ্নের উত্তর জানা আছে?

জাগতিক সবকিছুর পিছনে কারণ খোঁজে বিজ্ঞান। কী কারণে, কেন? এর উত্তর দেয় বিজ্ঞান। কিন্তু, বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? এমন অনেক বিষয় আছে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান কিন্তু বেশ হিমশিম খায়। এই যেমন, মানুষ কেন লজ্জা পায়? সেক্সের সময় চুলের ভূমিকা কী? চুমু খেলে কী সুফল পাওয়া যায়? এরকম আরও অনেক... 

Updated By: May 20, 2016, 08:42 PM IST
এই ৭টি প্রশ্নের উত্তর জানা আছে?

ওয়েব ডেস্ক : জাগতিক সবকিছুর পিছনে কারণ খোঁজে বিজ্ঞান। কী কারণে, কেন? এর উত্তর দেয় বিজ্ঞান। কিন্তু, বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? এমন অনেক বিষয় আছে, যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান কিন্তু বেশ হিমশিম খায়। এই যেমন, মানুষ কেন লজ্জা পায়? সেক্সের সময় চুলের ভূমিকা কী? চুমু খেলে কী সুফল পাওয়া যায়? এরকম আরও অনেক... 

মানুষ লজ্জা পায় কেন?

বিজ্ঞানের কাছে এর কোনও স্পষ্ট ব্যাখ্যা হয়। তবে বলা হয় নাকি মিথ্যা ঢাকতে গিয়ে মানুষ লজ্জা পায়।

সেক্সের সময় চুলের ভূমিকা কী?

বলা হয়, সেক্স করার সময় চুল ঘর্ষণ কমাতে সাহায্য করে।

চুমুতে কী সুফল?

বলা হয়, লালায় একধরনের ব্যাকটেরিয়া থাকে। ৮০ শতাংশ মানুষের ক্ষেত্রে যা সমান। ২০ শতাংশের ক্ষেত্রে আলাদা। চুমুর মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো একজনের থেকে অন্যের দেহে গিয়ে অ্যান্টিবডি তৈরি করে। ফলে ইমিউনিটি বাড়ে।

মানুষ স্বপ্ন দেখে কেন?

মানুষ নাকি স্বপ্নে সমস্যার সমাধান খোঁজে।

মানুষ হাসে এবং মজা করে কেন?

মানসিক চাপ কমাতে মানুষ হাসে বলে মনে করেন বিজ্ঞানীরা।

কেউ কেউ কেন বাম হাতে লেখেন?

ভ্যানিশিং টুইন সিনড্রোমের কারণে এরকম হয়ে থাকে বলে বলা হয়।

সূর্যের আলোতে অনেকে হাঁচি দেন কেন?

বিজ্ঞানী মনে করেন, আলোর উদ্দীপনার কারণে এমনটা হয়।

.