স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদের প্রবণতা

স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে ভয়ঙ্করহারে বাড়ছে মানসিন অবসাদ। সম্প্রতী প্রকাশিত এক গবেষণা পত্রে প্রকাশ পেয়েছে এই তথ্য।

Updated By: Apr 21, 2015, 02:45 PM IST
 স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদের প্রবণতা

ব্যুরো: স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে ভয়ঙ্করহারে বাড়ছে মানসিন অবসাদ। সম্প্রতী প্রকাশিত এক গবেষণা পত্রে প্রকাশ পেয়েছে এই তথ্য।

২০০৯ সালে ১১ থেকে ১৩ বছর বয়সী ১,৬০০ জন পড়ুয়ার মানসিক অবস্থা বোঝার জন্য বিজ্ঞানীরা একটি প্রশ্নমালা তৈরি করেন। ৫ বছর পর ওই একই ধরণের একটি সমীক্ষা চালান তাঁরা।

এই সমীক্ষাতেই দেখা গেছে ছাত্রীদের মধ্যে মানসিক সমস্যার পরিমাণ ৭% বৃদ্ধি পেয়েছে। যেখানে ছাত্রদের মধ্যে এই একই সংখ্যাটা মোটের উপর একই আছে।

গত ৫ বছরে ছাত্র-ছাত্রী নির্বিশেষে, সমাজ, সঙ্গীদের ব্যবহার, পারিপার্শ্বিকের বিশেষ কোনও পরিবর্তন হয়নি।

বিজ্ঞানীদের দাবি, অবাস্তব চেহেরা তৈরির চক্করে ছুটছে আজকের ছাত্রীরা। সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজেকে আকর্ষণীয় করে গড়ে তোলার প্রবণতা বাড়ছে। গণমাধ্যমগুলিতে মেয়েদের পণ্যায়নের প্রবণতা যত বাড়ছে, পাল্লা দিয়ে টিনএজার মেয়েদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ।

 

 

.