মোটারোলার সঙ্গে নেক্সাস করে বাজার মাতাতে আসছে গুগলের নয়া স্মার্ট ফোন

নিজেদের মোবাইলের নয়া অবতার নেক্সাস সিক্স-এর কথা ঘোষণা করল গুগল। গুগলের সঙ্গে জুড়ি বেধে এই মোবাইল তৈরি করেছে মোটোরোলা।

Updated By: Oct 16, 2014, 04:26 PM IST
মোটারোলার সঙ্গে নেক্সাস করে বাজার মাতাতে আসছে গুগলের নয়া স্মার্ট ফোন

ওয়েব ডেস্ক: নিজেদের মোবাইলের নয়া অবতার নেক্সাস সিক্স-এর কথা ঘোষণা করল গুগল। গুগলের সঙ্গে জুড়ি বেধে এই মোবাইল তৈরি করেছে মোটোরোলা।

গুগলের মোবাইলের এটিই বৃহত্তম অবতার। সঙ্গে থাকছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে ডুয়াল ফ্রন্ট ফেসিং স্টিরিও স্পিকার। এই স্মার্ট ফোনটি সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়ামের তৈরি।

এই ফোনটি ২.৭ GHz quad-core Snapdragon ৮০৫ প্রসেসরের মাধ্যমে চলে। ৩২জিবি ও ৬৪জিবি স্টোর করার ক্ষমতা রয়েছে এই ফোনটির। ব্যাটারিও অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন।

ফোনটি দেখতে অনেকটা মোটো X-এর মত। যদিও আকার ও আয়তনে বেশ খানিকটা বড়।

এতে থাকছে অ্যানড্রয়েড-এর নবতম ভার্সান ৫.০ ললিপপ। যেটি গুগলের নবতম ট্যাবলেট নেক্সাস নাইন-এর সঙ্গেও পাওয়া যাবে।

অক্টোবরের শেষের দিকে অর্ডার দিলে নভেম্বরেই হাতে চলে আসবে নেক্সাস সিক্স।

 

.