ভারতে দেহব্যবসা বেআইনি নয়, তবে করা যাবে না এসব কাজ
ভারতে ‘অর্থের বিনিময়ে যৌনতা’ নিষিদ্ধ নয়। অর্থাত্ দেবব্যবসা এই দেশে বেআইনি বলা যাবে না। কিন্তু, এখানে বেশ কয়েকটা ‘কিন্তু’ রয়েছে এবং সেই ‘কিন্তু’গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ‘কিন্তু’গুলো তাহলে কী কী?
ওয়েব ডেস্ক: ভারতে ‘অর্থের বিনিময়ে যৌনতা’ নিষিদ্ধ নয়। অর্থাত্ দেবব্যবসা এই দেশে বেআইনি বলা যাবে না। কিন্তু, এখানে বেশ কয়েকটা ‘কিন্তু’ রয়েছে এবং সেই ‘কিন্তু’গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই ‘কিন্তু’গুলো তাহলে কী কী?
দেহব্যবসা, মানে ‘অর্থের বিনিময়ে যৌনতা’ বেআইনি না হলেও, এর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটা কাজ একেবারেই নিষিদ্ধ এবং সেগুলো করলে যেতে হবে শ্রীঘরে। সেগুলো তাহলে কী কী?
১) ‘Soliciting such service at public place’ অর্থাত্ প্রকাশ্য ভাবে ‘পাবলিক প্লেসে’ এই কাজ করা যাবে না এবং এই কাজের জন্য কারওকে অনুরোধ বা প্রলুব্ধ করা যাবে না।
২) কোনও হোটেল ইত্যাদি জায়গায় দেহব্যবসা নিষিদ্ধ।
৩) যৌনকর্মীর জন্য রাস্তার ধারে ঘোরা-ফেরা করাও বেআইনি।
৪) দেহব্যবসার জন্য কারওকে জোরাজুরি বা উত্সাহিত করা যাবে না।
৫) কোনও ‘ব্রথেলের’ মালিকানা রাখা ও পরিচালনাও আইনত নিষিদ্ধ।
৬) কোনও ব্রথেল বা যৌনকর্মীর হয়ে খদ্দেরদের সঙ্গে টাকার ভাগ পাওয়ার শর্তে দরাদরি করাও বেআইনি।