India Post Recruitment: মাধ্যমিক পাশেই মিলবে পোস্ট অফিসে চাকরি! জেনে নিন আবেদনের পদ্ধতি
অভিজ্ঞতা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
নিজস্ব প্রতিবেদন: এসে গেল ডাকবিভাগে চাকরির সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাশেই মিলবে এই সুযোগ। কর্মসংস্থানের অনটনের মধ্যে এই করোনাকবলিত সময়ে যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
পদ শূন্য স্টাফ কার ড্রাইভারের। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ, ২০২২।
জানা গিয়েছে মোট শূন্যপদ ২৯টি। এর মধ্যে ১৫টি অসংরক্ষিত বিভাগের জন্য। ৩টি শিডিউল কাস্টের জন্য সংরক্ষিত, ৮টি ওবিসি'র জন্য সংরক্ষিত। রয়েছে আরও ৩টি পদ।
এর মধ্যে স্টাফ কার ড্রাইভারের পদ ১৭টি এটি মেল মোটর সার্ভিস ডিপার্টমেন্ট'-এর আয়ত্তাধীন। এই পদে আবেদনের শেষ তারিখ ১০ মার্চ।
যোগ্যতা-- মাধ্যমিক, লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, থাকতে হবে অন্তত পক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
আবেদন করা যাবে indiapost.gov.in. এই ওয়েবসাইটে ঢুকে। অথবা, অফলাইন আবেদন করা যাবে দরখাস্ত মারফত। সেখানে লাগবে ছবি, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র,
অভিজ্ঞতা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আরও পড়ুন: Maghi Purnima 2022: জানেন, কখন পড়ছে এবারের মাঘী পূর্ণিমা? কী পুজো করলে এদিন অবিশ্বাস্য ফল মেলে?