Human Delivery: মানুষ আর মুদি দোকানের মালের মধ্যে কোনও তফাত নেই! চাইলেই ১০ মিনিটে দুয়ারে ডেলিভারি...

Startup Innovation: মুদির দোকানের জিনিস ১০ মিনিটে এখন এখন আপনার দোরগোড়ায়। এই নিয়ে সবাই অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এবার মানুষ ডেলিভারি পাবেন, তাও আবার ১০ মিনিটে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি।                     ব্

Updated By: Feb 10, 2025, 04:29 PM IST
Human Delivery: মানুষ আর মুদি দোকানের মালের মধ্যে কোনও তফাত নেই! চাইলেই ১০ মিনিটে দুয়ারে ডেলিভারি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ মিনিটের মধ্যে মুদির জিনিস বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাবে ডেলিভারি অ্যাপ। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কীভাবে ১০ মিনিটের মধ্যে সম্ভব? মানুষের এই জটিলতা সম্পূর্ণভাবে বদলে দেয় ব্লিঙ্কিট, জেপ্টো, ইন্সটামার্ট-এর মতো কিছু সংস্থা। কিন্তু এবার এসব ছাড়িয়ে ভারতের এক সংস্থা নাকি মানুষ ডেলিভারি করবে। তাও আবার ১০ মিনিটেই।

Topmate.io নামে এক ভারতীয় স্টার্টআপ কোম্পানি এমনই দাবি করেছে বলে জানা গিয়েছে। সংস্থা জানিয়েছে, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে পরামর্শ, সমস্যা সমাধান করার জন্য মাত্র ১০ মিনিটের জন্য মানুষকে হাজির করানোর দাবি করেছে। এই সুবিধা প্রতিদিন সন্ধ্যে ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপলব্ধ থাকবে। ৪.৯-স্টার রেটিং সহ, Topmate.io ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি ইউজারের আস্থা অর্জন করেছে।

আরও পড়ুন:KMC: মেয়রের দুয়ারে অনুপ্রবেশকারী! কলকাতা পুরসভায় আটক বাংলাদেশি যুবক...

Topmate.io-এর মার্কেটিং লিড নিমিশা চন্দ এক্স হ্যান্ডেলে এই পরিষেবাটি ঘোষণা করেছেন। তিনি লেখেন, 'Blinkit, Zepto এবং Instamart-এর দিন শেষ। কারণ আমরা কেবল ১০ মিনিটে মুদির জিনিস সরবরাহ করছি না। আমরা এবার মানুষ ডেলিভারি করব।' তিনি এই ডেলিভারি সম্পর্কে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, এই মানুষগুলি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এছাড়া স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে, আপনার উন্নতির সঙ্গী হবে।

তিনি আরও লেখেন, 'বেশি আন্দাজ করে লাভ নেই। গুগল সার্চেরও প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে এসব করা সম্ভব হবে। টপমেটের সাহায্যে।'

বহু নেটিজেন সংস্থার এই উদ্যোগকে  প্রশংসা করেছে। আবার অনেকেই এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন লেখেন, 'খুবই ভালো। কিন্তু মতামত নেওয়ার জন্য সকলেই ফ্রিতে খোঁজে।' আবার একজন লেখেন, 'কোনও বিশেষ পরামর্শ আপনাকে কোনওদিনই চাকরি পাইয়ে দেবে না। কেবল টাকা যাবে। আগে সে দক্ষতা শিখুন, নিজেকে যোগ্য করে তুলুন।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.