গড়ে দিনে একজন ভারতীয় টিভি দেখেন ১৮৩ মিনিট

বার্ক ইন্ডিয়ার (BARC)-সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশ গড়ে সারাদিন একজন ভারতীয় টিভি দেখে ১৮৩ মিনিট বা ৩ ঘণ্টা ৩ মিনিট।

Updated By: Oct 6, 2015, 07:05 PM IST
গড়ে দিনে একজন ভারতীয় টিভি দেখেন ১৮৩ মিনিট

ওয়েব ডেস্ক: বার্ক ইন্ডিয়ার (BARC)-সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশ গড়ে সারাদিন একজন ভারতীয় টিভি দেখে ১৮৩ মিনিট বা ৩ ঘণ্টা ৩ মিনিট।

টিভিতে সবচেয়ে বেশি দেখা হয় লাইভ ক্রিকেট ম্যাচ, তারপর সিরিয়াল, সিনেমা। ভারতের ৫৪ শতাংশ মানুষের ঘরে টিভি সেট আছে।

এই সমীক্ষা অনুযায়ী দশ বছরে স্বীকৃত বেসরকারী টেলিভিশন চ্যানেলের সংখ্যা বেড়ে ৮২৬টি হয়ে গিয়েছে।  ৮২৬টি-র মধ্যে ৪০২টি হল নিউজ চ্যানেল, বাকি ৪২৪টি বিনোদনসংক্রান্ত। ১১ বছর আগে দেশে মোট স্বীকৃত টিভি চ্যানেলের সংখ্যাটা ছিল ৩০০।  চ্যানেলের সংখ্যা আরও বাড়বে বলে এই সমীক্ষায় বলা হয়েছে।  টিভি দর্শকের ৫৫ শতাংশ শহরে বাস করেন।

Tags:
.