ভারতের সবথেকে দামি বাড়ি
আজকের দিনে এসব প্রবাদের আর হয়তো বিশেষ কোনও গুরুত্ব নেই। তাহলেও বছর ৩০ আগেও এই প্রবাদটা খুব চলতো। তাহলো, বাঙালির বাড়ি, মুসলমানের হাড়ি এবং পাঞ্জাবীর গাড়ি। এখন অবশ্য বিশ্বায়নের যুগ। সবারই সবকিছু আছে।
ওয়েব ডেস্ক: আজকের দিনে এসব প্রবাদের আর হয়তো বিশেষ কোনও গুরুত্ব নেই। তাহলেও বছর ৩০ আগেও এই প্রবাদটা খুব চলতো। তাহলো, বাঙালির বাড়ি, মুসলমানের হাড়ি এবং পাঞ্জাবীর গাড়ি। এখন অবশ্য বিশ্বায়নের যুগ। সবারই সবকিছু আছে।
তাহলেও বাড়ির প্রতি মানুষের একটা আলাদা রকম টান রয়েছে। নিজের একটা সুন্দর বাড়ি হোক, কেই বা চাইবেন না! কখনও নিশ্চয়ই জানতে ইচ্ছে করে ভারতের সবথেকে বেশি টাকা খরচ করে বানানো বাড়ি কোনটি? উত্তর হল, মুকেশ আম্বানির বাড়ি। নাম আন্তিলিয়া।
এই বাড়িটা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের অন্যতম সবথেকে দামি বাড়ি। বাড়িটতে রয়েছে মোট ২৭ তলা। কিন্তু যে উচ্চতা বাড়িটিতে রয়েছে, তাতে ৬০ তলা দিব্যি বানানো যেত।
আসলে বাড়ির প্রতিটি তলায় রয়েছে অতিরিক্ত সিলিং। চারপাশে সবুজ। আমেরিকার শিকাগোর স্থপতি পারকিন্স এবং উইল এই বাড়িটি তৈরি করেছেন।
মুকেশ আম্বানির এই বাড়িটি দেখানো হয়েছে কৃশ থ্রি-তেও।