ক্যাঙ্গারুর `পঞ্চম পদের` রহস্য
হুঁকোমুখো হ্যাংলার মত মাছি তাড়ানোর লেজ থাকার সৌভাগ্য সবার হয় না। তবে জীব জগতে লেজের ব্যবহার কিন্তু বেশ কৌতূহলের এবং মজার। গাছে ঝোলা থেকে সন্তান প্রতিপালন এমনকী সঙ্গিনীকে আকর্ষণ, লেজের ব্যবহারের জুড়ি মেলা ভার। লেজের উপকারিতার লিস্টিটে যোগ হল আরও এক নাম। সৌজন্যে ক্যাঙ্গারুকূল। নতুন গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুরা তাদের লেজটিকে পঞ্চম পা হিসাবে ব্যবহার করে।
হুঁকোমুখো হ্যাংলার মত মাছি তাড়ানোর লেজ থাকার সৌভাগ্য সবার হয় না। তবে জীব জগতে লেজের ব্যবহার কিন্তু বেশ কৌতূহলের এবং মজার। গাছে ঝোলা থেকে সন্তান প্রতিপালন এমনকী সঙ্গিনীকে আকর্ষণ, লেজের ব্যবহারের জুড়ি মেলা ভার। লেজের উপকারিতার লিস্টিটে যোগ হল আরও এক নাম। সৌজন্যে ক্যাঙ্গারুকূল। নতুন গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুরা তাদের লেজটিকে পঞ্চম পা হিসাবে ব্যবহার করে।
সিমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুদের এই `পঞ্চপদ` চলনের রহস্য। এই গবেষণা জৈবিক চলনের বৈচিত্রতার এক নতুন দিগন্ত উন্মোচন করল। এর সঙ্গে মানুষের হাঁটার ধরণ নিয়েও উঠে এল নতুন প্রশ্ন।
গবেষকরা জানিয়েছেন ক্যাঙ্গারুরা সামনের ও পিছনের পায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লেজের ব্যবহার করে। হাঁটার প্রকৃতি, গতি কি রকম হবে তার উপর নির্ভর করেই লেজ দিয়ে মাটিতে চাপ দেয়। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য `প্রোপালসিভ ফোর্স` প্রয়োগ করে।
মানুষের পা-এর মতই ক্যাঙ্গারু তার লেজ টাকে সম গতিতে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। হাঁটার সময় মানুষের পা যে ধরণের যান্ত্রিক শক্তি প্রয়োগ করে ক্যাঙ্গারুরাও হাঁটার সময় একই ভাবে তাদের পেশী বহুল লেজটিকে ব্যবহার করে।