প্রস্তুতি তুঙ্গে তারাপীঠে! জেনে নিন কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট

জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০১৯ সালের (১৪২৬ সনের) কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি...

Updated By: Aug 28, 2019, 11:19 AM IST
প্রস্তুতি তুঙ্গে তারাপীঠে! জেনে নিন কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট
—প্রতীকী ছবি।

২৯ অগস্ট, বৃহস্পতিবার এ বছরের কৌশিকী অমাবস্যা। ওই দিন সন্ধ্যা ০৭টা ৫৬ মিনিট থেকে লাগছে অমাবস্যা। তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ নিশি পূজার আয়োজন করা হয়। মহাভোগ ও মহা রাজবেশে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়। এই অমাবস্যাকে ‘তারা রাত্রি’ও বলা হয়। তন্ত্র সাধনার জন্য আজকের এই অমাবস্যাকে খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়। শোনা যায়, কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের নিচে তারা মায়ের অরাধনায় সাধক বামা ক্ষ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সেই কারণে এই তারাপীঠকে ‘সিদ্ধিপীঠ’ও বলা হয়ে থাকে।

আসুন এ বার জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০১৯ সালের (১৪২৬ সনের) কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি...

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অমাবস্যা: ১২ ভাদ্র ১৪২৬, (ইং তারিখ: ২৯ অগস্ট, ২০১৯) বৃহস্পতিবার সন্ধ্যা ০৭টা ৫৬ মিনিট থেকে ১৩ ভাদ্র ১৪২৬, (ইং তারিখ: ৩০ অগস্ট, ২০১৯) শুক্রবার বিকেল ৪টে ০৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা: ১১ ভাদ্র ১৪২৬, (ইং তারিখ: ২৯ অগস্ট, ২০১৯) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিট থেকে ১২ ভাদ্র ১৪২৬, (ইং তারিখ: ৩০ অগস্ট, ২০১৯) শুক্রবার বিকেল ৪টা ২৮ মিনিট পর্যন্ত।

.