UPSC Recruitment: শূন্যপদে আবেদনের বাকি মাত্র কয়েকদিন, দেখে নিন কীভাবে করবেন
কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে বিশদ বিজ্ঞপ্তি জারি করেছে
নিজস্ব প্রতিবেদন: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, যুগ্ম সহকারী পরিচালক, কর্মসংস্থান উপ-পরিচালক এবং সিনিয়র সহকারী নিয়ন্ত্রকদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ ঘোষণা করেছে।
কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে (www.upsc.gov.in) একটি বিশদ বিজ্ঞপ্তি জারি করেছে এবং আগ্রহী প্রার্থীদেরকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
আরও পড়ুন: Modi-র আমলে বেশি সচল সংসদ, পরিসংখ্যান দিয়ে দাবি BJP-র
যে শূন্যপদগুলির জন্য আবেদন করা কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে একটি অধ্যাপক পদ, ছয়টি সহযোগী অধ্যাপক পদ, ১২টি সহকারী অধ্যাপক পদ, তিনটি যুগ্ম সহকারী পরিচালক পদ, ছয়টি কর্মসংস্থান উপ-পরিচালক পদ এবং আটটি সিনিয়র সহকারী নিয়ন্ত্রক পদ।
এই পদগুলিতে আবেদন করার জন্য ২৫ টাকা দিতে হবে প্রার্থীদের। অন্যদিকে তফসিলি জাতি (SC), উপজাতি (ST), মহিলা (Women) এবং PwBD প্রার্থীদের আবেদন করার জন্য কোনও টাকা দিতে হবে না। আবেদন করার শেষ তারিখ ২ ডিসেম্বর ২০২১।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)